তাঁকে নিয়েই যত জলঘোলা! এবার সানিয়া-শোয়েবের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাক অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার (Sania Mirza) বিচ্ছেদের গুঞ্জনে রীতিমতো উত্তাল নেটদুনিয়া। কিছুদিন ধরে লাগাতার শিরোনামে উঠে এসেছেন এই দুই তারকা খেলোয়াড়। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন আয়শা ওমর (Ayesha Omar)।

২০২২ এর নভেম্বরেই প্রথম জানা যায় বিচ্ছেদের রাস্তায় হাটঁতে চলেছেন এই দুই তারকা। খবর বেরোয়, সানিয়া ও শোয়েবের বিবাহিত জীবনে ঘোর অশান্তির আগমন ঘটেছে এবং খুব শীঘ্রই তারা আলাদা হতে চলেছেন। খবর শোনা মাত্রই নেটমাধ্যমে নিজেরদের দুঃখ প্রকাশ করেন অনুরাগীরা। এরই মাঝে যুগল ঘনিষ্ঠ একজন এ-ও দাবি করেন , শোয়েব ও সানিয়ার নাকি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েও গেছে।

জানিয়ে রাখি, ২০২১ সালে , এক বোল্ড ফটোশুট করায় পাকিস্তানি ক্রিকেটার শোয়েবের সাথে নাম জড়ায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়শা ওমর এর। সেইসময় পেজ থ্রির পাতায় নাম উঠে আসে এই জুটির।

নভেম্বরে শোয়েব-সানিয়ার বিচ্ছেদের খবর সামনে আসতেই শুরু হয় জল্পনা। তবে কি অভিনেত্রী আয়শা ওমরের সাথে সম্পর্কে জড়াবেন শোয়েব? এমন প্রশ্নও চারা দেয় অনুরাগীদের মনে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ অভিনেত্রী।

এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, শোয়েব মালিকের সাথে ভবিষ্যতে কোনো সম্পর্কে জড়ানোর বা বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই। আয়শার সাফ জবাব, ‘শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে আমি খুব সম্মান করি। শোয়েব আমার ভালো বন্ধু।’ এবার বোধহয় নিন্দুকেরা কড়া জবাব পেল! অনুরাগীদের সমস্ত কল্পনা- জল্পনার বিসর্জন দিয়ে স্পষ্টভাবে অভিনেত্রী জানান শোয়েবের সাথে কোনোভাবেই তিনি জড়িত নন।

Sania mirza shoaib

প্রসঙ্গত, ২০১০ সালে ১২ এপ্রিল ২০১০ হায়দ্রাবাদে গাঁটছড়া বাঁধেন সানিয়া-শোয়েব। ২০১৮ সালে, বাবা-মা হন এই তারকা দম্পতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর