করোনা যুদ্ধে এগিয়ে অভিনেত্রীরাও: কোয়ারেন্টাইনের জন্য ফাইভস্টার হোটেল খুলে দিলেন আয়েশা

বাংলাহান্ট ডেস্কঃ সারা দেশ জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস (coronavirus)। একের পর ব্যক্তি এই মারণ রোগের শিকার হচ্ছেন। মহামারি থেকে বাঁচতে সকলেই আর্থিক অনুদান করছেন। করোনা মোকাবিলায় ত্রান তহবিলে এবার এগিয়ে এসেছেন বলি ইন্ডাস্ট্রি। প্রত্যেকেই  সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি, কিছুদিন আগে  বলিউডের কিং খান নিজের অফিস ছেড়ে দিয়েছিলেন কোয়ারেন্টাইন (Quarantine) সেন্টারের জন্য। এবার শাহরুখের দেখানো সেই পথেই হাঁটলেন বলি অভিনেত্রী আয়েশা টাকিয়া (Ayesha Takia)। মিউনিসিপ্যাল কর্পোরেশনকে তাদের পাঁচতারা হোটেলের দরজা খুলে দিলেন কোয়ারেন্টাইন সেন্টারের জন্য। আর এই পাঁচতারা হোটেলেই তৈরি হবে নতুন কোয়ারেন্টাইন সেন্টার।

corona virus 6

যত দিন যাচ্ছে মৃত্যু মিছিল যেন ত্রমশ বাড়ছে। করোনার সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশ। এই কম সময়ের মধ্যে এত মানুষের জন্য কোয়ারেন্টাইন সেন্টার বানানো সত্যিই খুব কঠিন ব্যাপার। সকলে মিলে একক্ষিত করোনা মোকাবিলায় সামিল হয়েছেন। শিল্পপতি থেকে তারকা সকলেই নিজেদের অফিস কোয়ারেন্টাইনের জন্য ছেড়ে দিয়েছেন। অভিনেত্রী আয়েশা টাকিয়া ও তার স্বামী ফারহান আজমিও (Farhan Azmi) নিজেদের নিজেদের পাচতারা হোটেল দিয়েছেন।

corona 19

কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নিজেদের হোটেল দিয়ে দেওয়ার পর অভিনেত্রী জানান যে, ‘আমরা আমাদের গালফ হোটেল বিএমসি-কে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিয়ে দিয়েছি। এই সংকটের দিনে একে অপরের পাশে রয়েছি এটাই সবথেকে বড়।’ শাহরুখের মতো আয়েশার এই নজিরবিহীন অবদান সকলেরই মন কেড়েছে। আয়েশা ছাড়াও  বলি অভিনেতা সোনু সুদ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য জুহুর হোটেল খুলে দিয়েছেন। যারা নিজেদের কথা, পরিবারের কথা না ভেবে সকলের জন্য দিনরাত এক করে খাটছেন তাদের কথা ভেবেই এই উদ্যেগ নেওয়া, জানিয়েছেন অভিনেতা।

সম্পর্কিত খবর