স্ত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা, গোয়া বিমানবন্দরে যৌন হেনস্থার অভিযোগ আনলেন আয়েশা টাকিয়ার স্বামী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গোয়া বিমানবন্দরে (Goa Airport) হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন অভিনেত্রী আয়েশা টাকিয়া (Ayesha Takia) ও তাঁর স্বামী। স্ত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বামী ফারহান আজমি (Farhan Azmi)। বিমানবন্দরের কয়েকজন নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মূলক আচরণেরও অভিযোগ করেছেন তিনি।

টুইটে ক্ষোভ উগরে দিয়ে ফারহান জানান, তিনি গোয়া বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার ফ্লাইট ধরার অপেক্ষায়। ছিলেন। সেখানে কর্তব‍্যরত অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার বাহাদুরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।


ফারহানের অভিযোগ, চিৎকার করে তাঁর নাম ধরে ডাকার পরেই ইচ্ছাকৃত ভাবে তাঁকে ও স্ত্রী আয়েশা এবং তাঁদের ছেলেকে আলাদা করে দেওয়া হয়। কর্তব‍্যরত একজন পুরুষ অফিসার আয়েশার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ অভিনেত্রীর স্বামীর।

ফারহান লিখেছেন, সেখানে সব পরিবারই একসঙ্গে দাঁড়িয়েছিল। শুধু তাঁদেরই আলাদা করে দেওয়া হয়। এরপরেই অফিসারদের তিনি সাবধান করেন, তাঁর স্ত্রীর গায়ে যেন হাত না দেওয়া হয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। সিনিয়র অফিসার বাহাদুরকে বর্ণবিদ্বেষী বলে গালাগাল দিয়ে তাঁর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব‍্যের অভিযোগ এনেছেন আয়েশার স্বামী।

ফারহানের টুইটের পরে গোয়া বিমানবন্দরের তরফে ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে‌। উল্লেখ‍্য, ফারহান হলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে। ২০০৯ সালে তিনি প্রাক্তন অভিনেত্রী আয়েশা টাকিয়াকে বিয়ে করেন। ২০১৩ তে জন্ম হয় তাঁদের একমাত্র ছেলে মিখাইলের।

সম্পর্কিত খবর

X