বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষা আর কিছুক্ষণের। তারপরই সেই মহেন্দ্রক্ষন। ৫৫০ বছরের অপেক্ষা শেষে আজ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা (Ayodhya Ram Mandir Inauguration)। আর সেই উৎসবকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে উঠেছে। প্রভুর আগমনে সেজে উঠেছে অযোধ্যা। অযোধ্যা নগরী যেন মিনি ভারত। গোটা দেশের সাধারণ মানুষের পাশাপাশি অনুষ্ঠানকে কেন্দ্র করে গেরুয়া শিবিরে জোর তোড়জোড়। বাদ যায়নি এ রাজ্যও। আজ দিনভর বাংলা জুড়ে একাধিক কর্মসূচী রয়েছে বঙ্গ বিজেপির। আর অন্যদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিনই কলকাতায় সর্বধর্ম মিছিলের (Sanghati Michil) ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। চলবে তৃণমূলের সংহতি মিছিল।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহু ক্ষেত্রেই এই রামমন্দির ইস্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতি। প্রথম থেকেই তৃণমূল সহ অন্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, এই রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। আর এই সবের মাঝেই সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন খোদ শাসকদলের নেতা (Trinamool Councilor)।
ভাটপাড়ায় ৮ লক্ষ প্রদীপ দিয়ে ১৩০ ফুটের রামের মূর্তি বানিয়ে নজির গড়লেন উত্তর ২৪ পরগনার জেলা পরিবহন দফতরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমুল নেতা প্রিয়াংগু পাণ্ডে এবং তার স্ত্রী ভাটপাড়া পুরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডে। রাজনীতিক দম্পতির উদ্যোগে প্রায় ৯ লক্ষ মাটির প্রদীপ দিয়ে তৈরি হয়েছে তৈরি হচ্ছে ১৩০ ফুট দৈর্ঘ্যের রাম মূর্তি। আজ থেকে সেখানে শুরু হয়ে যাবে পুজো।
প্রসঙ্গত, সম্প্রতি নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আজ কলকাতায় ‘সম্প্রীতি মিছিল’ করা হবে।” তৃণমূলের এই প্রোগ্রামে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করা হবে। মিছিলে হেঁটে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জাতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একদিকে, যখন তৃণমূল সুপ্রিমো ‘সংহতি যাত্রা’ করবেন, সেই সময় ভাটপাড়ার এই নেতা ও তার স্ত্রী ব্যস্ত থাকবেন রামের আরাধনায়।
আরও পড়ুন: রামের কর্মসূচিতে বাধা পেলেই অ্যাকশন! হেল্পলাইন চালু করে দিল বঙ্গ BJP, ফোন করুন এই নম্বরে
আর যাকে নিয়ে বিতর্কের সূত্রপাত সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা প্রিয়াংশু পাণ্ডে বলেন, “ সবাই রামের পুজো করে। রাম রাজ্য সবাই চায়। কারণ সেই সময় প্রজারা রামের কাছে কথা বলতে পারতেন। সেই রাম-রাজ্য প্রত্যেক মানুষের স্বপ্ন। ধর্ম ধর্মের জায়গায় আর রাজনীতি রাজনীতির জায়গায়। আমি তৃণমূল করলেও আমার কাছে ধর্ম সবার আগে। তাই আমি সম্প্রীতির মিছিলে হাঁটবো না। পুজো করব।”