শান্তির দরগাহ থেকে বিদ্বেষের বার্তায় ভীত পর্যটকরা, কোটি কোটি টাকা ক্ষতির মুখে আজমের শরীফ

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) উদয়পুর অন্তর্গত আজমের শরীফ দরগাহ ( Ajmer Sharif Dargah) পর্যটনপ্রেমীদের জন্য জনপ্রিয় একটি স্থান। বছরের বিভিন্ন সময়ে বহু মানুষের সমাগম ঘটে এখানে। শান্তি এবং ভাতৃত্বের জন্যই এই দরগাহটি বিখ্যাত। তবে বর্তমানে ধর্মীয় ইসুকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে আর সেই আঁচ এসে পড়েছে উক্ত স্থানে। এমনকি এহেন পরিস্থিতির মাঝে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি পয়গম্বর ইস্যুতে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ প্রতিবাদে নামে। এক্ষেত্রে আবার বেশ কিছু মানুষ নূপুর শর্মার বক্তব্যকে সমর্থনও জানান। ঠিক এই অপরাধেই রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে দুই দুষ্কৃতি, যা নিয়ে এখনো পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে রাজ্যে। তবে শুধু তাই নয়, পরবর্তীতে দরগাহ-র খাদিম সালমান চিস্তি নূপুর শর্মার মুণ্ডচ্ছেদ করা প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করেন। যার পরেই ক্রমশ গোটা দেশবাসীর নজরে চলে এসেছে এই দরগাহ।

বর্তমানে এর মাঝেই আবার আজমের শরীফের আরো একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। ভিডিওটিতে দরগাহ-এর অপর এক খাদিম গওহর চিস্তির বেশ কিছু মন্তব্য সামনে উঠে এসেছে। জানা গিয়েছে, গত ১৭ই জুন দরগাহর বাইরে ‘দেহ থেকে মাথা পৃথক’ করে দেওয়ার স্লোগান তোলে গওহর চিস্তি। এমনকি বর্তমানে কানাইয়া লালের খুনের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য পুলিশ এখনো পর্যন্ত তার খোঁজ লাগাতে পারেননি। যদিও বর্তমানে দরগাহর তরফ থেকে এ সকল মন্তব্যগুলিকে সম্পূর্ণরূপে বর্জন করার প্রসঙ্গে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই সকল বিতর্ক মাঝেই ক্রমশ পর্যটকদের ভিড় কমতে শুরু করেছে। এমনকি এলাকার বেশ কিছু মানুষ বর্তমানে বাড়ি থেকে বের পর্যন্ত হচ্ছে না। এই প্রসঙ্গে স্থানীয় এক দোকানদার জানান, “সম্প্রতি বেশ কয়েকটি উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার কারণে এখানে ভক্তদের আসা কমে গিয়েছে। ফলে আমাদের ওপর প্রভাব পড়ছে। আমরা সকলেই ক্ষতির মুখোমুখি হয়ে চলেছি।”

292332444 5118156998281420 7890012966387619054 n

অপর এক দোকানদারের কথায়, “এলাকায় সব দোকান খোলা থাকলেও আমরা সকলেই একা বসে রয়েছি। কোনও মানুষ নেই। যা পরিস্থিতি তাতে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে।”

Sayan Das

সম্পর্কিত খবর