বাংলাহান্ট ডেস্ক: গান নিয়ে যতই বিতর্কে জড়ান না কেন, নিজের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে আবারো নেটিজেনদের মন জয় করে নেন জনপ্রিয় র্যাপার বাদশা (baadshah)। কিছুদিন আগে ভাইরাল খুদে গায়ক সহদেব ডিরডোর দুর্ঘটনার পর তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ এর মঞ্চে এক দুঃস্থ রাজস্থানি লোকগান শিল্পীকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন বাদশা।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’এ বিচারকের আসনে রয়েছেন কিরণ খের, শিল্পা শেট্টি, বাদশা ও মনোজ মুন্তাসির। সম্প্রতি শোয়ের মঞ্চে পারফর্ম করতে এসেছিল ‘ইসমাইল খান লাঙ্গা’ নামে রাজস্থানি লোকগানের দল। সন্ধ্যার মেহফিল জমিয়ে দিয়েছিলেন তাঁরা। প্রশংসায় পঞ্চমুখ হন কিরণ থেকে বাদশা।
পাগড়ি রাজস্থানের সংষ্কৃতির পরিচয় দেয়। কিন্তু লোকগানের দলের একজন সদস্যের মাথায় পাগড়ি না দেখে প্রশ্ন করেন শিল্পা। উত্তরে ওই ব্যক্তি জানান, মেয়ের বিয়ের জন্য তিনি ধারকর্জ করেছিলেন। তাই পাগড়ি পরতে পারবেন না তিনি। দীর্ঘ লকডাউনে শিল্পীদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছিল। তাই ধার শোধ করতে পারেননি ওই ব্যক্তি।
এমন শিল্পীর এই আর্থিক দুরবস্থার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বাদশা। নিজের আসন ছেড়ে মঞ্চে গিয়ে ওই শিল্পীর মাথায় পাগড়ি বেঁধে দিয়ে তিনি বলেন, যদি অনুমতি পান তবে তাঁর মেয়ের বিয়ের জন্য হওয়া সমস্ত ধারদেনা তিনি শোধ করে দেবেন। বাদশার এমন প্রস্তাবে চোখে জল এসে যায় শিল্পীর।
https://www.instagram.com/p/CY9DuoQL6uX/?utm_medium=copy_link
তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, লোকগান শোনানোর জন্য ১৭ টি দেশ ঘুরেছেন তিনি দলের সঙ্গে। কিন্তু ইন্ডিয়াস গট ট্যালেন্ট তাঁর কাছে আশীর্বাদ স্বরূপ। বাদশা যা বললেন তা তিনি প্রত্যাশাও করেননি। এর জন্য গায়কের কাছে তিনি চির কৃতজ্ঞ থাকবেন বলেও জানান শিল্পী।
এর আগে ‘বচপন কা পেয়ার’ গায়ক ছোট্ট সহদেবের পথ দুর্ঘটনার খবর জানিয়ে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বাদশা। টুইটারে তিনি লেখেন, ‘সহদেবের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে সে, হাসপাতালের দিকে যাচ্ছে। আমি ওর পাশেই আছি। সবাই প্রার্থনা করুন।’ তবে এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে ছোট্ট সহদেব।