ফের বিরাট কোহলিকে পেছনে ফেললেন বাবর আজম! গড়লেন এই বিশ্বরেকর্ড  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের ক্রিকেটভক্তরা মাঝেমধ্যেই বাবর আজমকে (Babar Azam) বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তুলনা করে থাকেন। অনেকে এমনটাও দাবি করেন যে কেরিয়ারের শেষে বিরাট কোহলির যাবতীয় সাফল্যকে টপকে যাবেন বর্তমান পাক অধিনায়ক। যদিও বিরাট কোহলি বা বাবর আজমের মধ্যে কোন বিরোধ নেই বরং সোশ্যাল মিডিয়া বা সামনাসামনি একে অপরের প্রতি বরাবর শ্রদ্ধা প্রদর্শন করে এসেছেন তারা।

তবে এরই মধ্যে আজ বাবর আজম, বিরাট কোহলিকে আরও একবার পেছনে ফেলে দিলেন একটি বিশেষ ক্ষেত্রে। পাক অধিনায়ক আজ ওডিআই ক্রিকেটে নিজের ৯৯ তম ম্যাচে ৫০০০ ওডিআই রান সম্পূর্ণ করেছেন। এই মাইলফলকে পৌঁছতে তার সময় লেগেছে মাত্র ৯৭ ইনিংস।

এর আগে এশিয়ানদের মধ্যে সবচেয়ে দ্রুত এই মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি ছিল বিরাট কোহলির নামে। ৫০০০ ওডিআই রান সম্পূর্ণ করতে বিরাট কোহলি নিয়েছিলেন মাত্র ১১৪ ইনিংস। ২০১৩ সালে কোচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাইলফলক পেরিয়েছিলেন বিরাট। বাবর আজ শুধু তাকেই নয়, বাকি দুই কিংবদন্তি ক্রিকেটারকে পেছনে ফেলে ওডিআই ফরম্যাটের ইতিহাসে দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন।

babar fail out 1

এর জন্য কি বাবর আজমকে বিরাট কোহলির চেয়ে বড় তারকা বলে ঘোষণা করে দেওয়া যায়। এই বিষয়টিতে অনেকেরই আপত্তি রয়েছে। বাবর আজম সাম্প্রতিক সময়ে দেশের বাইরে ওডিআই খুব কম খেলেছেন। পাকিস্তানের আপাত ব্যাটিং বান্ধব উইকেটে তার পক্ষে এই রেকর্ড গড়াটা কিছুটা সহজ হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে ওডিআই বিশ্বকাপের বছরে তার এই দুর্দান্ত ফর্মে থাকার ব্যাপারটি পাকিস্তানের ক্রিকেট ভক্তদের স্বস্তি দেবে।

ওডিআই ফরম্যাটে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড:

১. বাবর আজম (৯৭)
২. হাশিম আমলা (১০১)
৩. ভিভিয়ান রিচার্ডস (১১৪)
৪. বিরাট কোহলি (১১৪)
৫. ডেভিড ওয়ার্নার (১১৫)

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর