চুলোয় যাক বিশ্বকাপ, ভারতের মাটিতে সস্তায় বিয়ের শপিং করছেন বাবর আজম! কত খরচ করলেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ড মাঝপথে পা ফসকানোয় পাকিস্তানের (Pakistan Cricket Team) জন্য বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আফগানিস্তানের দুরন্ত পারফরম্যান্স তাদের আবার কিছুটা চাপে ফেলে দিয়েছে। টানা তিন ম্যাচ জিতে আফগানিস্তান এখন ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের চেয়ে অনেক ভালো জায়গায় রয়েছে। টুর্নামেন্টের শুরুর দিকে ইংল্যান্ডকে হারানোর পর এখন তারা পরপর পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে। ফলে চাপ বেড়েছে বাবর আজমদের (Babar Azam) ওপর।

তবে এসব নিয়ে পাকিস্তান ক্রিকেট দল কোনও চাপ নিচ্ছে, এমন ইঙ্গিত দেখা যাচ্ছে না। হায়দ্রাবাদ এবং কলকাতায় তারা চুটিয়ে বিরিয়ানি, কাবাব সহ একাধিক আইটেম অর্ডার করে নিজেদের রসনাতৃপ্তি ঘটিয়েছেন। এবার বাবর আজম একটি চমকে দেওয়া কাজ করলেন।

pakistan 1

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাবর আজম। আর তার প্রস্তুতি ভারতে বিশ্বকাপ খেলতে এসেই শুরু করে দিলেন পাক অধিনায়ক। ২৯ বছর বয়সী তারকা ব্যাটার ভারতের মাটিতেই নিজের এবং নিজের আত্মীয় স্বজনের শেরওয়ানি এবং গয়না কিনতে আরম্ভ করে দিয়েছেন।

আরও পড়ুন: সেমিফাইনালে উঠতে পারিনি, কিন্তু ভারতের চেয়ে আমাদের স্পিনাররা এগিয়ে! হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

খবর পাওয়া গিয়েছে যে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ৭ লক্ষ টাকার বিনিময়ে জনপ্রিয় সব্যসাচী স্টোর থেকে নিজের জন্য একটি জমকালো শেরওয়ানি কিনেছেন। এছাড়া একটি জনপ্রিয় গয়নার দোকান থেকে তিনি মহামূল্যবান কিছু গয়না কিনেছেন নিজেদের আত্মীয়দের জন্য। জানা গিয়েছে যে ডিসেম্বরে বিশ্বকাপ শেষ হওয়ার পরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বাবর।

আরও পড়ুন: ইডেনে কোহলিদের ম্যাচের টিকিট নিয়ে তুমুল কালোবাজারি! এবার পুলিশের নিশানায় সৌরভের পরিবার

যদিও চলতে বিশ্বকাপে একেবারেই ভালো ছন্দে নেই পাকিস্তান অধিনায়ক। পাকিস্তান ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলে ফেলেছে এবং বাবর আজম কেবলমাত্র তিনবার পঞ্চাশের গণ্ডি ছুঁতে পেরেছেন। এছাড়া যে গতিতে তিনি রান করছেন তা নিয়েও সমস্যায় পড়েছে গোটা দল। পাকিস্তান সেমিফাইনালে না পৌঁছতে পারলে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে অধিনায়ক বাবর আজমকেও।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর