বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের পর থেকে দেশের পাশাপাশি রাজ্যের পরিস্থিতিও একেবারে অন্যরকম হয়ে গেছে। একের পর এক জেলায় যেভাবে ঝামেলা দেখা দিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা নেই। নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে কোনোভাবেই কার্যকরী করা যাবে না। আর তাই তো তিনদিন ধরে যেভাবে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল পদযাত্রা হল তার পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
হিংসাত্মক পরিস্থিতি নয়, আইন প্রণয়ন চাই না এই দাবিতেই তিনদিন শহর কলকাতার বিভিন্ন প্রান্তে পদযাত্রা করেছিলেন স্বয়ং দলনেত্রী। মাঝে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে স্লোগানও তুলেছিলেন। আর সেই স্লোগানের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়েছে কা কা ছি ছি। ব্যাস এই জনপ্রিয়তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে বিরোধী শিবির তো একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে।
বিশেষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। একসময় যে দিদির সঙ্গে তাঁকে বেশ কয়েকবার দেখা গেছে তিনি আজ সুযোগ পেলেই দিদিকে কটাক্ষ করতে ছাড়েননা। তাই এবার মুখ্যমন্ত্রীর কা কা ছি ছি স্লোগানকে হাতিয়ার করে আবারও দিদিকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করল না। তবে বান মারতে গিয়ে যে বুমেরাং হয়ে যাবে তা বোধহয় মোদী মন্ত্রীসভার সদস্য বুঝতেও পারেননি।
তাই তো মমতাকে ট্রোলড করতে গিয়ে ভয়ানক ট্রোলের শিকার হলেন বাবুল। সম্প্রতি ট্যইটারে মোদী ও শাহ সহ একাধিক হেভিওয়েট ব্যাক্তিত্বদের নাম ট্যাগ করে লেখেন, “একবার দেখুন তো! আমরা কি এতই দীর্ণ হয়ে পড়েছি যে ‘ইনি’ আমাদের মুখ্যমন্ত্রী? কথায় কথায় রবীদ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণের নামোচ্চারণ করা এই ‘মাননীয়া মনীষী মমতাদিদিমনি’ কি আমাদের প্রাপ্য?”
একবার দেখুন তো ! আমরা কি এতই দীর্ণ হয়ে পড়েছি যে 'ইনি' আমাদের মুখ্যমন্ত্রী? কথায় কথায় রবীদ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণের নামোচ্চারণ করা এই 'মাননীয়া মনীষী মমতাদিদিমনি' কি আমাদের প্রাপ্য? #ছিঃমমতাছিঃ #TMchhi #ShameOfBengalMamata@BJP4India @BJP4Bengal @narendramodi @AmitShah pic.twitter.com/MEd0N6WzZF
— Babul Supriyo (@SuPriyoBabul) December 22, 2019
আর তারসঙ্গেই মুখ্যমন্ত্রীর পার্ক সার্কাসের মাঠ থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভিডিও জুড়ে দেন। যেখানে মুখ্যমন্ত্রীকে কা কা ছি ছি স্লোগান দিতে দেখা যায়। ব্যাস এই স্লোগান ঘিরে মুখ্যমন্ত্রীকে ট্রোলড করতে গিয়ে নিজেও বাঁকা মন্তব্যের শিকার।