‘নিখোঁজ বাবুল’ পোস্টার প্রসঙ্গে প্রথমবার মুখ খুলে তৃণমূলকে তুলোধোনা করলেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাজার সংলগ্ন এলাকা ছেয়ে গিয়েছিল সন্ধান চাই-র পোস্টারে। যেখানে লেখা ছিল ‘গুমসুদা বাবুল। তলাশ চাহিয়ে।’ আর সেই পোস্টারে দেওয়া ছিল আসানসোল সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) ছবি। প্রথমদিকে এই বিষয়ে মুখে কুলুপ আঁটলেও, এবার ক্ষোভ উগরে দিলেন বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর অনুযায়ী, নেতার প্রতি ক্ষোভ প্রকাশের জন্যই এ ধরনের পোস্টার যত্রতত্র লাগিয়েছেন বাসিন্দারা। বিধানসভা নির্বাচনের পর থেকে সেভাবে আর দেখা যায়নি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। অথচ নির্বাচনের আগে তিনি ছিলেন ভীষণ রকম তৎপর। বারবার বিভিন্ন এলাকার মানুষের কাছে ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু করোনা আবহে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে যখন ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে গ্রাম বাংলা, ঠিক সেইসময় বাবুল সুপ্রিয়র পাত্তা না পাওয়ায় এমন পোস্টার লাগায় বিক্ষুব্ধরা।

https://www.facebook.com/BabulSupriyoOfficial/posts/4240080539368055

নিজের বিরুদ্ধে এরকম পোস্টার দেখার পর তৃণমূলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘নোংরা রাজনীতি করাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য এবং ওনারা এটি ওনাদের নেত্রীর ‘অনুপ্রেরণা’ তেই করে থাকেন! কাজেই ওনারা কোথায় কোন দেওয়ালে আমার ব্যাপারে কি লিখলেন তার জবাব কাজের মাধ্যমে দেওয়াটাই সঠিক বলে মনে করি- তাই করি- তাই করবো’।

তিনি আরও বলেন, ‘তৃণমূলের দুর্নীতিপরায়ণ নেতাদের মতো আমি (বেআইনী) কালো কাচে ঢাকা (বেআইনী) লালবাতি লাগানো গাড়িতে সাইরেন বাজিয়ে ঘুরে বেড়াই না। আসানসোলে সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করি, বাইক চালাই, চায়ের দোকানে বসি, খেলার মাঠে খেলি। তাই ২০১৪ তে যা ভোট পেয়েছিলাম ২০১৯-এ তার তিনগুন ভোটে মানুষ আমাকে আবার জিতিয়েছে’।
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর