বাংলাহান্ট ডেস্ক: নব নির্বাচিত তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথ গ্রহণে পড়ল বাধা। বাবুলের শপথ গ্রহণের নথিপত্র ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নতুন শর্ত চাপিয়ে তাঁর বক্তব্য, সেই শর্ত পূরণ করলে তবেই ফাইলে সই করবেন তিনি। বিধানসভার সচিবকেও ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বাবুল। জিতে বিধায়কও হয়েছেন। এরপরেই তাঁর শপথ গ্রহণ সংক্রান্ত একটি ফাইল রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু সই না করে সে ফাইল আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল এবং তলব করেছেন বিধানসভার সচিবকে।
রাজ্যপালের দাবি, বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তিনি করেছেন সবকিছুর উত্তর দিতে হবে। তারপরেই তিনি ফাইলে সই করবেন। এদিকে জানা গিয়েছে, কোনো প্রশ্নের উত্তর দিতেই আর বাকি নেই। কিন্তু বিধানসভায় বিধায়ক হিসাবে কবে বাবুল শপথ গ্রহণ করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই।
সম্প্রতি একের পর এক টুইটে বিজেপিকে বিঁধেছেন বাবুল। নেইমারের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভক্তরা খুব শীঘ্রই হাঁফিয়ে উঠবে আমাকে ট্রোল করতে করতে, আর এটা মেনে নেবে যে আমিই একটা গদ্দারদের দল ছেড়ে এসেছি যারা একজন বাঙালিকে তাঁর প্রাপ্যটুকু দেয়নি। বাস্তব জগতে যাদের মেরুদণ্ড রয়েছে তারা আমার প্রশংসা করছে পরাক্রমশালীর বিরুদ্ধে নিজের পক্ষে দাঁড়ানোর জন্য।’
#Bhakts wil soon get tired of trolling me & accept that it's me who left a party of Gaddars who denied a Bengali frm what he deserved•Those with a Spine in the real world laud me for choosing to stand up for myself against the mighty than choosing spineless Sycophancy https://t.co/oPEj7jM4po
— Babul Supriyo (@SuPriyoBabul) April 25, 2022
এখানেই না থেমে বাবুল আরো লেখেন, ‘আমি হিন্দু ধর্মকে ভালবাসি এবং বিশ্বাস করি, হিন্দুত্বে নয়। ধর্মীয় চরমপন্থীদের সবসময় ঘৃণা করে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, বিজেপির প্রতি আমার আনুগত্য, এনআরসি ইত্যাদিকে সমর্থন করায় আমার সাম্প্রদায়িক তকমা জুটেছে যেটা ভারতের সংবিধানের বিরুদ্ধে। তবে এখন এমন একটি দলের সঙ্গে জুড়তে পেরে আমি খুশি যেখানে ভালবাসা পাই।’