বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাচ্চা হাতি মনের আনন্দে দৌড়ে বেড়াচ্ছে পাখি ও প্রজাপতিদের পেছনে। ছোট বয়সে খেয়াল খুশি মতো নিজের মনের আনন্দে দৌড়ে বেড়াচ্ছে।
https://twitter.com/susantananda3/status/1275399390652334087?s=19
https://twitter.com/JaiSangwan6/status/1275740714458963969?s=19
So much similarity in the activities of human babies and baby elephants. Then how come a baby elephant grows to become an adult elephant only, whereas a human baby grows up to become a devil? May be there are no different religions to follow among the elephants.
— Shashanka Shekhar Nayak (@ShashankaSNayak) June 24, 2020
ভিডিওটি দেখে মন গলেছে নেটিজেনেরও। মিষ্টি বাচ্চা হাতিটির কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে তারা। নানা রকম মন্তব্যও করেছে নেটিজেনরা। একজন লিখেছেন, ছোটবেলার মজাই আলাদা। মানুষ হোক বা পশু সবারই শৈশব এমনই হয়।
ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ৬ হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওতে। ৭৪ হাজারের ওপর ভিউ হয়েছে ভিডিওটিতে।