পাঁচ রাজ্যে ব্যর্থতার জের, বিরোধী দলের তকমা হারাতে চলেছে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ঘটে যাওয়া পাঁচ রাজ্যে ভোটের নিরিখে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস দল আর তার ফলেই এখন অবস্থা যা তাতে বিরোধী দলের তকমা যদি তারা হারিয়ে ফেলে, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ কি? কারণ আর কিছুই নয়, আসলে এবছর রাজ্যসভায় দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা আর সেখানে জাতীয় কংগ্রেসের সংখ্যা যা হবে তা অতীতে আদৌ কখনো হয়েছে কিনা তা সন্দেহের।

বর্তমানে জনগণের মনে প্রশ্ন জাগতেই পারে তবে বিরোধী দলের তকমা পাওয়ার নিয়ম কী? বিশেষজ্ঞদের মতে, সংসদে মোট সদস্য সংখ্যার অন্তত ১০ শতাংশ সদস্য যেকোনো দলের থাকতেই হবে যদি তারা বিরোধী দলের মর্যাদা পেতে চায়। সেক্ষেত্রে আবার প্রশ্ন উঠেছে, একটি দলের কমপক্ষে ২৫ জন সদস্য থাকা দরকার নিজেদের নেতাকে সংসদে বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে পদে বর্তমানে রয়েছেন কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে।

প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে তিনি যে আর কতদিন থাকতে পারবেন তা নিয়ে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। ২০২২-র শেষে গুজরাট এবং পরবর্তীতে কর্ণাটক বিধানসভা নির্বাচন রয়েছে আর সেখানে যদি কংগ্রেস ব্যর্থ হয়, তবে সেই আশঙ্কাই সত্যি হবে। দলের বর্তমানে যে সদস্য সংখ্যা রয়েছে তাতে আরো সংখ্যা হ্রাসের সম্ভাবনাও রয়েছে।

প্রসঙ্গত, বিরোধী দলের নেতা হওয়ার যে মর্যাদা লাগে বর্তমানে কংগ্রেসের তা নেই কারণ নিম্নকক্ষে বর্তমান শক্তি হাউসের সদস্য সংখ্যা এর ১০ শতাংশের কম। বর্তমানে, নির্বাচন কমিশন ঘোষনা করেছিলো ১৩টি শূন্যপদ পূরণের জন্য। যার পাঁচটি পাঞ্জাব এবং বাকি আটটি হিমাচল , আসাম, ত্রিপুরা এবং কেরালা ও নাগাল্যান্ড এর।

উল্লেখিত, পাঞ্জাবে আম আদমি পার্টির সাফল্যের পর তাদের স্থান আরো উঁচু হওয়ার পথে। পাঞ্জাবে বিশাল পরিমান জনমত নিয়ে ক্ষমতায় আসার পর রাজ্যের সাতটি যে রাজ্যসভা আসন রয়েছে তার মধ্যে অন্তত ৬টি তে জয়ী হওয়ার সুযোগ রয়েছে তাদের। আবার, এ বছর , আসাম , কেরালা , উত্তরাখন্ড এবং উত্তর প্রদেশের মতো রাজ্যেও কংগ্রেসের রাজ্যসভার সদস্য যে কমবে তা বলাবাহুল্য। ফলে সব মিলিয়ে ঘরে বাইরে সর্বত্র কংগ্রেস যে প্রতিপত্তি হারাচ্ছে তা এককথায় স্বীকার করছে সকলে।

ad

Sayan Das

সম্পর্কিত খবর