ক্রিকেটপ্রেমীদের জন্য দুসংবাদ! বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথায় ‘এবারের মতো IPL ভুলে যাওয়ার ভালো।’

করোনার জন্য আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল আইপিএল। এবার করোনার জন্য আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এর আগেও অইপিএল নিয়ে জল্পনা তৈরি হলেও এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কথা শুনে মনে হল আইপিএল বাতিল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটি ইংরেজি সংবাদ পত্রকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন এবার আইপিএল না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে, কিন্তু এই মুহূর্তে দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাতে আইপিএলের থেকেও মানুষের জীবনের দাম বেশি। তাই এই বছর আর কোনো ভাবেই আইপিএল করার রাস্তা দেখতে পাচ্ছেন না প্রাপ্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

দাদা জানিয়েছেন এই মুহূর্তে পুরো বিশ্বের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো উপায় নেই। আমরা প্রত্যেক মুহূর্তে নজর রাখছি কোথায় কি ঘটছে, মানুষ কেমন আছেন।

196383327da765fe9996d102b0190fd304939c2a7183d5a17e6c924cd861bdb2621e3667d

এছাড়াও দাদা জানিয়েছেন এই মুহূর্তে দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য এয়ারপোর্ট বন্ধ, সমস্ত স্কুল, কলেজ, অফিস, বাজার বন্ধ। এমন পরিস্থিতিতে আইপিএল ভুলে যাওয়া উচিৎ। দাদার এই বক্তব্যে থেকেই মোটামুটি ভাবে নিশ্চিত যে এবার আইপিএল না হওয়ার সম্ভাবনাই বেশি। সোমবার অর্থাৎ আজকে আইপিএল নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ডের কার্যকরী কমিটির একটি বৈঠক হবে, সেই বৈঠকেই কার্যত আইপিএলের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর