পর্যটকদের জন্য দুঃসংবাদ! এই কারণে তিন মাস বন্ধ জঙ্গল সাফারি, মাথায় হাত ব্যবসায়ীদের

বাংলাহান্ট ডেস্ক : পর্যটকদের জন্য দুঃসংবাদ। শুক্রবার অর্থাৎ ১৬ই জুন থেকে আগামী তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল জাতীয় উদ্যান এবং সমস্ত সংরক্ষিত বনাঞ্চল (Jungle Safari Closed)। প্রত্যেক বছরের ন্যায় চলতি বছরেও তিন মাসের জন্য বন্য পশুদের দেখার সুযোগ পাবেন না পর্যটকেরা (Tourist)। বন বাংলোতে করতে পারবেন না রাত্রিযাপন।

আসলে ১৬ই জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসকে বন্যপ্রাণীদের প্রযোজনকালীন সময় হিসেবেই ধরা হয়। আর সে কারণেই জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় পর্যটকদের জন্য। এছাড়াও বর্ষার কারণে এই সময় বেড়ে যায় গাছপালা। বন্যপ্রাণীরা তাদের প্রয়োজন কালীন গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। তাদের যাতে কোন রকম সমস্যা না হয় সেজন্যই জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় বনদপ্তরের তরফে।

জলপাইগুড়ি বনবিভাগের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এই প্রসঙ্গে। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী তিন মাস বন্ধ থাকবে ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা সহ সমস্ত সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় অভয়ারণ্যগুলি বন্ধ করে দেওয়া হল পর্যটকদের জন্য। ইচ্ছে থাকলেও এই তিন মাস বন বাংলোতে রাত কাটাতে পারবেন না পর্যটকেরা।

jungle safari closed

১৬ সেপ্টেম্বর থেকে ফের পর্যটকদের জন্য সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চলগুলি খুলে দেওয়া হবে। বনদপ্তরে এই সিদ্ধান্তে একদিকে যেমন মন খারাপ পর্যটকদের ঠিক তেমনি মুখ ভার ব্যবসায়ীদের। আসলে জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাওয়ার কারণে কোন বছরই এই তিন মাস ডুয়ার্সে সেভাবে ভিড় জমান না পর্যটকেরা। আর তার জেরেই ক্ষতির মুখোমুখি হতে হয় ব্যবসায়ীদের।

যদিও প্রতিবছরের মতোই চলতি বছরেও এই তিন মাসের জন্য পর্যটন ব্যবসায়ীদের কথা চিন্তা করে ভিন্নরূটের কথা ভাবা হয়েছে। কোদালবস্তি সি সি রুট, মাদারিহাট এর ট্রলি লাইন, জয়ন্তী নদী পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবা হতে পারে বলেই জানা যাচ্ছে বনদপ্তর সূত্রে।

additiya

সম্পর্কিত খবর