স্ট্যাচু না কার্টুন! প্রভাসের আজব মোমের মূর্তি বানিয়ে বিপাকে মিউজিয়াম, মিলল হুঁশিয়ারি

বাংলা হান্ট ডেস্ক : ‘বাহুবলী’র (Bahubali) মত ছবির হাত ধরে খ্যাতির শীর্ষে পৌঁছানো অভিনেতা প্রভাসের (Prabhash) কথা আজ কে না জানে না! তিনিই হচ্ছেন প্রথম অভিনেতা যার মূর্তি তৈরি করা হয়েছে ব্যাঙ্ককের মাদাম তুসো মিউজিয়ামে। আজ থেকে বছর খানেক আগেই সেই মূর্তি (Prabhash Statue) বসানো হয়েছিল। আর এবার সেরকমই আরও একটা ছবি তৈরি করা হল মাইসোরের (Mysore) একটি মিউজিয়ামে (Museum)। তবে এবার প্রশংসার বদলে উড়ে এল কটাক্ষ।

সম্প্রতি কর্ণাটকের মাইসোরে মিউজিয়ামে প্রভাসের যে মূর্তি বসানো হয়েছে তা দেখে রীতিমত ক্ষুব্ধ নেটনাগরিকরা। এমনকি এই বিষয়ে বিষ্ফোরক মন্থব্য করেছেন বাহুবলীর প্রযোজক শোভু ইয়ারলাগাড্ডা। এইদিন টুইটার (অধুনা এক্স) প্লাটফর্মে একটি পোস্টে তিনি লেখেন, এই মূর্তি বসানোর আগে ঐ মিউজিয়াম থেকে কোনোরকম অনুমতি নেয়নি।

প্রযোজক তার পোস্টে লেখেন, ‘এটা অফিসিয়াল অনুমতি নিয়ে করা কাজ নয়। আমাদের অনুমতি ছাড়াই করা হয়েছে। এটা যাতে এখান থেকে সরানো হয় তার দ্রুত ব্যবস্থা নেব আমরা।’ প্রসঙ্গত উল্লেখ্য, প্রভাসের এই মূর্তিকে বাহুবলীর পোশাক পরানো হয়েছে। সেটা নিয়েও কটাক্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ইউজার লিখেছেন, এই মূর্তিকে পোশাক না পরা হলে চেনাই যেতনা।

আরও পড়ুন :  TRP তুলতে মা হবে কমলা! বাচ্চা মেয়ের প্রেগনেন্সির খবরে রেগে কাঁই নেটজনতা

আসলে মূর্তিটা দেখলেই বুঝতে পারবেন যে, এটাকে মোটেও প্রভাসের মত দেখতে নয়। এই প্রসঙ্গে কেউ কেউ আবার বলেছেন, ‘মূর্তিটা দেখতে ভালো না হলেও এখান থেকে যে অভিনেতার প্রতি ভালোবাসার ঝলক পাওয়া যাচ্ছে সেটা দামী।’ একজন তো আবার লিখেছেন,’এটা অনেক বেশি রাম চরণের মতো দেখতে।’ কেউ আবার লেখেন, ‘বাহুবলীর বর্ম ছাড়া এই মূর্তির কিছুই প্রভাসের মতো না।’

আরও পড়ুন : ‘যারা এসেছে সবাই আঁতেল’, বাংলা ইন্ডাস্ট্রির অধঃপতন নিয়ে বিস্ফোরক ডাকসাইটে খলনায়ক সুমিত গাঙ্গুলী

 

অন্যদিকে এক ভক্ত প্রযোজককে কটাক্ষ করে লিখেছেন, ‘এটা না কর্ণাটক। আপনার খুশি হওয়া উচিত যে কর্ণাটকে একজন তেলুগু অভিনেতার মূর্তি লাগানো হয়েছে। ওদের ভালোবাসা দেখে খুশি হন।’ প্রসঙ্গত উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। ছবির মোট দুটো পার্ট আছে, যার দুটোই বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল। আজও ভারতের বাজার জুড়ে রয়েছে ‘বাহুবলী’র চর্চা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর