যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য বড় পরিকল্পনা! ৩৪৯ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের হয়ে উঠছে ব্যান্ডেল স্টেশন

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই নিজেদের পরিষেবা উন্নত করার লক্ষ্যে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের (Indian Railways) তরফে। সেই রেশ বজায় রেখেই এবার ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের ব্যান্ডেল স্টেশনটিকে (Bandel Railway Station)। ইতিমধ্যেই গত মঙ্গলবার কলকাতার ফেয়ারলি প্লেসে তথা পূর্ব রেলের সদর দফতরে ব্যান্ডেল স্টেশন পুনঃসংস্কারের দ্রুত বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

পাশাপাশি, ওই বৈঠকে হাওড়া ও শিয়ালদহ বিভাগের সমস্ত বিভাগীয় প্রধান এবং ডিআরএম উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে হাওড়া এবং শিয়ালদহের মত ব্যস্ততম স্টেশন সংযোগকারী এই জংশনে পুনঃসংস্কারের পর যাত্রীরা বিশ্বমানের সুযোগ-সুবিধা পেতে চলেছেন। শুধু তাই নয়, এই প্রকল্পে খরচ হবে প্রায় ৩৪৯ কোটি টাকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রকল্পের মধ্যে পুরোনো জুবিলি ব্রিজের আদলে আধুনিক স্টেশন বিল্ডিং অন্তর্ভুক্ত রয়েছে। যা রেলের যুগান্তকারী হেরিটেজ হিসেবে বিবেচিত হয়। এর পাশাপাশি, স্টেশনে প্রবেশকারী এবং স্টেশন থেকে বেরোতে চাইছেন এমন যাত্রীদের জন্য পৃথক পৃথক পথ থাকবে। এছাড়াও থাকবে আলাদা ফুট ওভার ব্রিজ। এদিকে, ওই আলোচনায় স্টেশনে যাত্রীদের সুবিধার্থে সাইনবোর্ড স্থাপন, রিটেল আউটলেট, হসপিটালিটি ইউনিট, ফুড কোর্ট এবং অত্যাধুনিক ওয়েটিং প্লাজা স্থাপনের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, থাকছে যাত্রীদের ড্রপ অফ ও পিক আপের ব্যবস্থাও।

আরও জানা গিয়েছে যে, এই প্রকল্পে রুফটপ ফুড প্লাজায় থাকছে একাধিক ব্যবস্থা। পাশাপাশি, “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট”-এর অধীনে থাকছে আউটলেট। থাকছে রিটেল জোন, বাচ্চাদের জন্য প্লে জোন, ওষুধের দোকান, ইন্টারনেট, ওয়াই-ফাই, ATM এবং ওয়াশরুমের ব্যবস্থাও। এছাড়াও, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহণের অন্যান্য মাধ্যমগুলির সাথে সামঞ্জস্য বজায় রাখা হবে বলেও জানা গিয়েছে।

bandel

পাশাপাশি, যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য ব্যান্ডেল স্টেশনে থাকবে এসকেলেটর, লিফট এবং সিঁড়ি। ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য মাল্টিলেয়ার পার্কিং সহ একটি এলিভেটেড ড্রপ অফের পরিকল্পনাও করা হয়েছে। রয়েছে স্টেশন সন্নিহিত এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির পরিকল্পনাও। এমন পরিস্থিতিতে, পুনঃসংস্কারের জেরে ব্যান্ডেল স্টেশনের ভোল যে রীতিমতো পাল্টে যেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর