বাংলাহান্ট ডেস্ক : বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষ সরে দাঁড়ালেন নিজের পদ থেকে। বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয় শুক্রবার। বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ আগামী ৯ই জুলাই সরে যাবেন নিজের পদ থেকে। মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছাবসর নিচ্ছেন এই বাঙালি উদ্যোগপতি।
চন্দ্রশেখর ঘোষ বিবৃতি দিয়ে জানান, “প্রায় এক দশক ধরে আমি বন্ধনের এমডি ও সিইও-র দায়িত্ব পালন করেছি। কিন্তু এখন বৃহত্তর দায়িত্ব পালনের সময় এসে গিয়েছে। আমি আগামিদিনে বন্ধন গোষ্ঠীর নীতি ও কৌশল নির্ধারণকারীর ভূমিকায় কাজ করতে চাই। সেই কারণেই আমি চলতি বছরের ৯ জুলাই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিট অতীত! সেভিংস অ্যাকাউন্টে বন্ধন ব্যাংক দিচ্ছে ৮.০৫% পর্যন্ত সুদ
এই বাঙালি উদ্যোগপতির হাত ধরেই বন্ধন ব্যাঙ্কের পথ চলা শুরু ২০১৫ সালে। চন্দ্রশেখর ঘোষ একটানা তিনবার দায়িত্ব সামলেছেন এই বেসরকারি আর্থিক সংস্থার। বন্ধন ব্যাঙ্ক রাজ্য সরকারের হয়ে রাজস্ব আদায়ের অনুমতি পায় গত ফেব্রুয়ারি মাসে। রাজস্ব আদায়ের জন্য নবান্নের তরফে বন্ধনকে গভর্মেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম বা GRIPS ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
সেই প্রসঙ্গ উল্লেখ করে চন্দ্রশেখর বলেন, “নানা প্রতিকূলতা সত্ত্বেও একাধিক মাইল ফলক ছুঁয়েছে বন্ধন। বর্তমানে ব্যাঙ্কে ৭৫ হাজারেরও বেশি কর্মী কাজ করেন। তাঁদের প্রত্যেকের কাছে আমি ঋণী। তাঁরা আমার উপর ভরসা রেখেছেন। বিশ্বাস করেছেন আমাকে। তার জন্য আমি গর্বিত। একটা মজবুত সংস্থাকে আমি পরবর্তী নেতৃত্বের জন্য ছেড়ে দিয়ে যাচ্ছি।”