বাংলাহান্ট ডেস্ক : বন্ধন ব্যাংক (Bandhan Bank) এবার বিশেষ সেভিংস অ্যাকাউন্ট চালু করল মহিলাদের জন্য। বন্ধন ব্যাংকের ‘অবনী’ (Avni) সেভিংস অ্যাকাউন্টে মহিলাদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা। পাশাপশি বেসরকারি এই ব্যাংক নিয়ে এসেছে ‘বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস’(Bandhan Bank Delights) নামে লয়্যালটি প্রোগ্রাম।
বন্ধন ব্যাংকের (Bandhan Bank) বিশেষ সুবিধা
গ্রাহকদের এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হবে রিওয়ার্ড পয়েন্ট। এই পয়েন্টের মাধ্যমে করা যাবে শপিং।এছাড়াও থাকবে স্পেশাল কিছু অফার। বর্তমানে ৩.৪৪ কোটি গ্রাহক রয়েছে বন্ধন ব্যাংকের (Bandhan Bank)। ১.৩৩ লক্ষ কোটি টাকার ডিপোজিট রয়েছে এই ব্যাংকে। বছরে যা বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ হারে।
আরোও পড়ুন : পুজোয় পুরী ভ্রমণের প্ল্যান আছে? রইল দুর্দান্ত খবর! নয়া উদ্যোগ নিল রেল, আনন্দে লাফাবেন আপনিও
তবে এই ব্যাংকে CASA ডিপোজিটের বৃদ্ধি হয়েছে ১৪% কম। সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যেই বন্ধন ব্যাংক (Bandhan Bank) নিয়ে এসেছে অবনী স্কিম। শুধুমাত্র মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে এই অবনী সেভিংস অ্যাকাউন্ট (Avni Savings Account)। এই অ্যাকাউন্টে গ্রাহকরা পাবেন বিশেষ ডেবিট কার্ড। বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ করা যাবে এই কার্ডের মাধ্যমে।
আরোও পড়ুন : আঙুলের ছাপ ছাড়া আর কোন অঙ্গটি প্রতিটি মানুষের আলাদা? উত্তর দিতে হিমশিম খান বহুজনেই
এছাড়াও এই কার্ডে থাকবে ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা, ৩.৫ লক্ষ টাকার কার্ড লস্ট লাইবিলিটি। এই অ্যাকাউন্টে মহিলা গ্রাহকরা পেয়ে যাবেন বার্ষিক লকার ভাড়া, গোল্ড লোন প্রসেসিং ফি এবং বিউটি প্রডাক্টে বিশাল ছাড়। বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) তরফে বলা হয়, “অবনীর মাধ্যমে মহিলা গ্রাহকদের আর্থিক চাহিদা মেটানোর পাশাপাশি সামগ্রিক ব্যাঙ্কিং অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে।’’
একই সাথে বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের উপর থাকবে বিশেষ ছাড়। বন্ধন ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর রতন কুমার কেশ জানান, “মহিলা গ্রাহকদের সম্মান জানাতেই বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসে শুধুমাত্র মহিলাদের জন্য এই সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এর ফলে সিএএসএ (কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট) ডিপোজিট শেয়ার বাড়বে বলে আমাদের অনুমান।’’