রঞ্জি ট্রফির সেমি ফাইনালে দ্বিতীয় দিনের শেষে আডভ্যান্টেজ বাংলার। দ্বিতীয় দিনের শেষে কর্ণাটকের থেকে 262 রানে এগিয়ে বাংলা। ব্যাট হাতে অনুষ্পুষ্ট মজুমদার এবং বল হাতে ঈশান পোড়েল এই দুইয়ের দাপটে কর্নাটক কে পরাস্ত করে রঞ্জির ফাইনালের পথে বাংলা।
ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে বাংলার টপ অর্ডার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। সেই সময় বাংলার ত্রাতা হয়ে ওঠেন সেই অনুষ্পুষ্ট মজুমদার। ব্যাট হাতে একা লড়াই করে বাংলার স্কোরবোর্ড একটা সম্মানজনক যায়গায় নিয়ে যান তিনি, 149 রানে অপরাজিত থাকে অনুপুষ্ট। আর দ্বিতীয় দিনে বাংলার হয়ে বল হাতে ঝলক দেখালেন ঈশান পোড়েল। কে এল রাহুল, মনীশ পাণ্ডে খ্যাত কর্ণাটকের শক্তিশালী ব্যাটিং লাইন আপ একা হাতে ধ্বংস করে দিলেন ঈশান পোড়েল, একাই নিলেন পাঁচ উইকেট।
প্রথম ইনিংসে অনুষ্পুষ্ট মজুমদারের 149 রানের উপর ভর করে বাংলা 312 রানে পৌঁছে যায়। জবাবে ব্যাট করতে এসে ঈশান পোড়েলের আগুনে বোলিংয়ের সামনে পরে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে কর্ণাটকের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, মাত্র 122 রানেই শেষ হয়ে যায় কর্ণাটকের প্রথম ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এই মুহূর্তে 72 রানে চার উইকেট হারিয়েছে বাংলা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলার টপ অর্ডার। দুই ইনিংস মিলিয়ে এই মুহূর্তে কর্ণাটকের থেকে 262 রানে এগিয়ে রয়েছে মনোজ তেওয়ারিরা।