নকল বিশ্বকাপ নিয়ে আমাদের সঙ্গে বেইমানি করেছে BCCI! তীব্র অভিযোগ বাংলাদেশ ক্রিকেট ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) উদ্দেশ্যে একটি চাঞ্চল্যকর মন্তব্য ছুড়ে দিল বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন সংবাদ মাধ্যম ও ক্রিকেট ভক্তরা। গত সাত-আট বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটে কিছুটা উন্নতি হওয়ার পর থেকে এবং মহেন্দ্র সিং ধোনির ভারতকে তাদের দেশের মাটিতে হারানোর পর বাংলাদেশ ক্রিকেট ভক্তরা ক্রিকেটের মাঠে একটি দ্বৈরথ তৈরি করার চেষ্টা করছে ভারতের সঙ্গে।

ফলস্বরূপ প্রতিটি বড় টুর্নামেন্টে ভারতীয় দলের কাছে বাংলাদেশকে হারতে হলে কোনও না কোনও অভিযোগ তোলা হয়ে থাকে সেই দেশের ক্রিকেট ভক্তদের তরফ থেকে। সে ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু এবার যে অভিযোগটি তোলা হয়েছে তাদের তরফ থেকে সেটি সম্পূর্ণ অভিনব।

এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপের ট্রফি গোটা বিশ্বে ক্রিকেটের প্রচার এবং প্রসার ঘটানোর লক্ষ্যে ঘুরে চলেছে। বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপত্যর সামনে ওডিআই বিশ্বকাপের ট্রফি দেখার ছবিটা এখন খুবই সাধারণ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের ক্ষেত্রে এই ট্রফিটি রাখা হয়েছিল অত্যন্ত জনপ্রিয় পদ্মা সেতুর সম্মুখে।

আরও পড়ুন: ভারতীয় দলে যুবরাজের জায়গা কে নেবেন? BCCI-কে জানিয়ে দিলেন সৌরভ

বাংলাদেশের ক্রিকেটাররা ওই ট্রফিটি হাতে তোলার সুযোগ পেয়ে সেটিকে বেশ যত্ন করে নিজেদের কাছে যেটুকু সময় পেয়েছিলেন সেইটুকু সময় রেখেছিলেন। গন্ডগোল বাঁধে যখন বিশ্বকাপের ঠিক ৫০ দিন আগে বিশ্বকাপের ট্রফিটিকে তাজমহলের সামনে রেখে একটি ছবি প্রকাশ করে আইসিসি। তারপর থেকেই বাংলাদেশের কিছু ক্রিকেটভক্ত এবং সোশ্যাল মিডিয়া সাইট দাবি তুলেছে যে বাংলাদেশের যে ট্রফিটি পাঠানো হয়েছিল সেটি নকল। সেই অভিযোগের প্রমাণ স্বরূপ একটি ছবি প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হল।

tc

আরও পড়ুন: ধোনি, কোহলিও পারেননি অধিনায়ক হয়ে, এমনই অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বুমরা! বার্তা দিলেন BCCI-কে

কিন্তু এখানে বাংলাদেশের কিছু ক্রিকেট ভক্তই আবার দাবি করেছেন যে মূল বিশ্বকাপ ট্রফি সবসময় আয়োজক দেশেই থাকে। গোটা বিশ্ব ভ্রমণের জন্য যে মডেলটি ব্যবহার করা হয় সেটি আসলে রেপ্লিকা। কিন্তু এই বক্তব্যেও কনফিউশন দূর হয়নি। এশিয়া কাপে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে কিনা তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। কিন্তু উত্তরটা এখন থেকেই ছড়িয়ে রাখতেন বাংলাদেশের সমর্থকরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর