জুটবেনা পেটের ভাতও! ভারতের দিকে চোখ রাঙিয়ে এবার পস্তাচ্ছে বাংলাদেশ, কালঘাম ছুটছে সরকারের

বাংলাহান্ট ডেস্ক : খবরের কাগজ কিংবা টিভিতে এখন শুধুই শিরোনামে বাংলাদেশের (Bangladesh) অশান্তি। হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশটায় যেন নিত্য হিংসা, হানাহানি লেগেই রয়েছে। নিজের দেশেরই সংখ্যালঘুদের উপরে অত্যাচারের পর এবার ভারতের ক্ষেত্রে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করেছে বাংলাদেশের (Bangladesh) একাংশ। এদিকে বিবাদ লাগিয়ে নিজেরাই বিপদে পড়েছে পড়শি দেশ। এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের যোগাড় কীভাবে হবে তা ভেবেই মাথায় হাত বাংলাদেশ সরকারের।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের মুখাপেক্ষী বাংলাদেশ (Bangladesh)

মূলত কৃষিপ্রধান দেশ বাংলাদেশ (Bangladesh)। অথচ চাহিদা মেটানোর মতো উৎপাদন নেই দেশে। ফলত সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্যও ভারতের উপরেই নির্ভর করতে হয় বাংলাদেশকে (Bangladesh)। সে এদেশে এসে চিকিৎসা করানো থেকে শুরু করে আলু, পেঁয়াজের জন্যও ভারতের কাছেই হাত পাততে হয় প্রতিবেশী দেশকে। এদিকে ওদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, ভারতের বিরুদ্ধাচরণের প্রতিবাদে সীমান্ত বন্ধ করে দেওয়ার দাবি উঠছে বারবার।

Bangladesh is in trouble after opposing india

বিকল্পের খোঁজে ইউনূস সরকার: এমতাবস্থায় যদি রফতানি বন্ধ করে দেয় ভারত, তাহলে কার্যত না খেয়ে থাকতে হবে বাংলাদেশিদের (Bangladesh)। তাই তড়িঘড়ি বিকল্প পথ খুঁজতে শুরু করেছে ইউনূস সরকার। বাংলাদেশি (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আলু এবং পেঁয়াজ আমদানির জন্য কিছু বিকল্প দেশের কথা ভাবনাচিন্তা করছে।

আরো পড়ুন : শরীরী টানে বারবার দীপিকার কাছেই ফেরা! রণবীরকে নিয়ে খোলাখুলি বিষ্ফোরক অভিনেত্রী

কোন কোন দেশের কথা ভাবছে বাংলাদেশ: যেমনটা জানা যাচ্ছে, আলু আমদানির জন্য জার্মানি, মিশন, চিন এবং স্পেনের কথা ভেবেছে বাংলাদেশ (Bangladesh)। অন্যদিকে পেঁয়াজের জন্য ভাবা হয়েছে চিন, পাকিস্তান এবং তুরস্কের কথা। কিন্তু এই সব দেশগুলি থেকে আমদানিতে খরচ কত পড়বে সেটাও একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউনূস সরকারের কাছে।

আরো পড়ুন : দেবদাস ধর্মেন্দ্র, পারোর চরিত্রে শর্মিলা, মাঝপথেই ভেস্তে যায় ছবি! চন্দ্রমুখী কে হয়েছিল জানেন?

রিপোর্ট অনুযায়ী, আগে ভারত থেকে দিনে ৪০-৫০ টি পেঁয়াজের ট্রাক যেত বাংলাদেশে (Bangladesh)। এখন রফতানি বন্ধ না হলেও যোগান কমেছে লক্ষণীয় ভাবে। দিনে ১০-১২ টি ট্রাক যায় এখন বাংলাদেশ। ওপার বাংলায় পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২৭.২৮ লক্ষ টন। এর মধ্যে গত অর্থবর্ষে ভারত থেকে প্রায় ২০ কোটি ডলারের পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ এখন এর বিকল্পের খোঁজ চালাচ্ছে বাংলাদেশ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর