রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারত এবং বাংলাদেশ, দুই দেশের মধ্যে আগ্রহের কমন সূত্র হল ইলিশ (Hilsa Fish)। দুই বাংলাতেই ইলিশ মাছের জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের পদ্মা বা অন্যান্য নদীর রূপোলি শষ্যের কদর এপার বাংলায় বেশ চড়া। বিশেষ করে প্রতি বছর দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছায় প্রচুর পরিমাণে রূপোলি শষ্য। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে তুলনামূলক অনেক কম পরিমাণে ইলিশ (Hilsa Fish) আসছে এবার ভারতে।

বাংলাদেশ থেকে ইলিশ (Hilsa Fish) আসছে ভারতে

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে আঁচ লেগেছে। এমতাবস্থায় ইলিশ (Hilsa Fish) পাঠানো নিয়ে প্রশ্নও উঠেছিল বিভিন্ন মহলে। এ বিষয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের মৎস্য এবং প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ (Hilsa Fish) পাঠাতে হচ্ছে ঠিকই, তবে এবার অনেক কম পরিমাণে ইলিশ আসছে এবং তুলনামূলক বেশি মূল্যও ধরা হয়েছে।

Bangladesh is sending hilsa fish to india

বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ: তিনি আরও বলেন, এবারও দুর্গাপুজো উপলক্ষে বারবার ইলিশ (Hilsa Fish) পাঠানোর অনুরোধ করেছে ভারত। সেই কারণে এবার ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর কথায়, ‘একদিকে দুর্গাপুজো, অন্যদিকে তারা আমাদের প্রতিবেশী। সব মিলিয়ে আমরা ইলিশ মাছ দিতে বাধ্য হয়েছি’।

আরও পড়ুন : যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার নয়, দিয়ে রাখতে হবে ফোন নম্বর! হাউস কিপিং কর্মীদের জন্য একগুচ্ছ নিয়ম চালুর পথে রেল

কম পরিমাণে আসছে মাছ: এদিকে ভারতে ইলিশ (Hilsa Fish) রফতানির ঘোষণা হতেই বাংলাদেশের চাঁদপুরে দাম বেড়েছে অস্বাভাবিক ভাবে। বর্তমানে আমজনতার ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে রূপোলি শষ্য। এপার বাংলায় ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই এ রাজ্যে ঢুকতে শুরু করতে পারে বাংলাদেশের ইলিশ (Hilsa Fish)। গত বছরও প্রতিবেশী দেশ থেকে ইলিশ এসেছিল এপার বাংলায়। কিন্তু প্রথমে ২৪২০ মেট্রিক টন ইলিশ (Hilsa Fish) পাঠানোর কথা থাকলেও শেষমেষ এসে পৌঁছায় ৫৭৭ মেট্রিক টন মাছ। কারণ সময় কম ছিল।

আরও পড়ুন : পুজো রিলিজের আগেই বড় ধাক্কা, অঙ্কুশের পর এবার ইডির সমন মিমিকে! কোন মামলায়?

এবার অবশ্য সময় অনেকটা বেশি পাওয়া গিয়েছে। তাই বেশি পরিমাণে ইলিশ নিয়ে আসার চেষ্টায় রয়েছেন ব্যবসায়ীরা। দামের বিষয়ে অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, পাইকারি বাজারে এক কেজি ওজনের ইলিশ ১৬০০ টাকার কাছাকাছি দাম পড়তে পারে। তবে খুচরো বাজারে দাম বেড়ে পৌঁছাতে পারে কেজি প্রতি ২০০০-২২০০ টাকায়।