বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) শুরু হতে আর বেশি বাকি নেই। ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট এবারে আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং আমেরিকা (America)। যদিও, তার আগেই তৈরি হল নজির। মূলত, T20 বিশ্বকাপ শুরুর ঠিক পূর্বে আমেরিকা ইতিহাস তৈরি করে ফেলল। অপরদিকে লজ্জার হারের সম্মুখীন হল বাংলাদেশ (Bangladesh)।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, T20 বিশ্বকাপের আগে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে ৩ ম্যাচের T20 সিরিজ খেলা হচ্ছে। যার প্রথম ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হয় হিউস্টনে। ওই ম্যাচে আমেরিকান দল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ দল। এরপর আমেরিকা ওই রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয়।
What a win! USA win the first T20i by 5 wickets!
Stay tuned for the next match on May 23rd! #USAvBAN #WeAreUSACricket pic.twitter.com/qNXcOhjo6u
— USA Cricket (@usacricket) May 21, 2024
তৈরি হল নজির: প্রসঙ্গত উল্লেখ্য, T20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমেরিকার সঙ্গে T20 সিরিজ খেলছে বাংলাদেশ দল। আর ওই সিরিজের প্রথম ম্যাচেই বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। শুধু তাই নয়, আমেরিকান দল প্রথমবার বাংলাদেশের মতো কোনো ফুল ক্রিকেট নেশনকে পরাজিত করেছে। মূলত, আমেরিকান দলকে দুর্বল মনে করাই বাংলাদেশের সবথেকে বড় ভুল হয়েছে।
আরও পড়ুন: ধোনি ছাড়া নেই গতি! ভারতীয় দলের হেড কোচ নির্বাচনে মাহিকে বড় দায়িত্ব দিল BCCI
এদিকে, এই ম্যাচে নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা খেলোয়াড় তথা মার্কিন দলের কোরি অ্যান্ডারসন এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হরমিত সিং বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন। মূলত, অ্যান্ডারসন এবং হরমিত সিংয়ের ৬১ রানের দুর্দান্ত পার্টনারশিপে ৩ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় আমেরিকা। ওই ম্যাচটিতে বাংলাদেশ দলের ব্যাটিং ছিল খুবই দুর্বল। T20 বিশ্বকাপের আগে এটি বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! SBI, ICICI Bank, Axis Bank এবং PNB সাবধান করল গ্রাহকদের, নাহলেই হবে…..
জয়ের নায়ক হরমিত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে জন্মগ্রহণ করা হরমিত সিংকে ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে দেখা গেছে। হরমিত IPL-এ রাজস্থান রয়্যালস দলের সদস্য ছিলেন। তিনি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ম্যাচও খেলেছেন। হরমিত ২ বছর আগে আমেরিকায় পাড়ি দেন। তারপরে তিনি এপ্রিলে কানাডার বিরুদ্ধে অভিষেকের সুযোগ পান। কানাডার বিরুদ্ধে খেলা সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন হরমিত। এমতাবস্থায়, বাংলাদেশ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী বৃহস্পতিবার হিউস্টনে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।