পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ! রোহিত বাহিনীর বাড়ল চিন্তা

বাংলা হান্ট ডেস্ক: দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ (Bangladesh)। আর এই জয়ের ওপর ভর করেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল। পুরো ম্যাচেই বাংলাদেশ আধিপত্য বজায় রাখে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানি দলে বাবর আজম, শান মাসুদ এবং মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা খেলোয়াড়রা থাকলেও তাঁরা চূড়ান্ত ফ্লপ প্রমাণিত হয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ (Bangladesh):

এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ (Bangladesh) দলের মনোবল এখন তুঙ্গে। এর পর তারা ভারতের বিপক্ষে পরের টেস্ট সিরিজ খেলবে। তাই, ভারতীয় টিমকেও অবশ্যই সচেতন থাকতে হবে।

Bangladesh made history by winning the Test series against Pakistan.

জাকির হাসানের প্রশংসা করেন নাজমুল হাসান শান্ত: এদিকে, এই ঐতিহাসিক জয় অর্জনের পর বাংলাদেশের (Bangladesh) অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানিয়েছেন যে, “এই জয়ের মানে অনেক। ভাষায় প্রকাশ করতে পারব না। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং সবাই যেভাবে তাদের কাজ করেছে তাতে খুব খুশি। আমাদের বোলারদের পরিকল্পনা ভালো ছিল। যে কারণে আমরা ফলাফল পেয়েছি। সবাই নিজেদের সাথে সৎ এবং তারা জিততে চায়। আমি আশা করি তারা জয় অব্যাহত রাখবে। প্রথম টেস্ট ম্যাচে শাদমান ভালো ব্যাটিং করে এবং জাকির হাসানও এই টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছে। জাকির আমাদের ছন্দ এনে দিয়েছে।”

আরও পড়ুন: শুরু হল কাউন্টডাউন! সামনে এল ২০২৫-এর সবচেয়ে বড় ম্যাচের তারিখ, এখন থেকেই প্রস্তুত রোহিত-কোহলিরা

ভারতের বিপক্ষে সিরিজ নিয়েও তুমুল উত্তেজনা: তিনি বলেন, “পরের সিরিজটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অভিজ্ঞতা আছে এবং ভারতের বিরুদ্ধে তাদের খেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এই কন্ডিশনে বোলিং করে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করতে পারবে।”

আরও পড়ুন: এই দেশে আগামী বছরেই বন্ধ হবে পেট্রোল ও ডিজেল গাড়ির বিক্রি! ভারতে হবে কবে? সামনে এল বড় তথ্য

দু’টি টেস্ট সিরিজই গুরুত্বপূর্ণ: পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ (Bangladesh) দল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। এই সিরিজটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই কারণে দুই দলের জন্যই এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে টিম ইন্ডিয়াকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর