ক্রিকেটকে কলঙ্কিত করল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গড়াপেটার অভিযোগ উঠল বাংলাদেশ ক্রিকেট লিগে।

ফের কলঙ্কিত হল ক্রিকেট। এবার ম্যাচ গড়াপেটার ছায়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে, একই ওভারে নো বল এবং ওয়াইট বল করার মতো ঘটনা ঘটলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ওয়েস্ট ইন্ডিজ বোলার ক্রিসমাস সান্তোকি একই ওভারে ওয়াইট এবং নোবল একসাথে করেন তারপর থেকেই ম্যাচ গড়াপেটার সন্দেহ বাড়ছে।

গত বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুভ সূচনা ছিল সেইদিন থেকেই এই ঘটনার সূত্রপাত ঘটে। প্রথম ম্যাচে ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জারস এবং সিলেট থান্ডার। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করেন সিলেট থান্ডার। নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে 164 রান সংগ্রহ করে সিলেট থান্ডার। এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে 5 উইকেট হাতে রেখে কুড়ি ওভারের আগেই রান তুলে নেয় চট্টগ্রাম।

15235860946b5431f5ac43d86a1d353d7c1df0443

দ্বিতীয় ইনিংসে যখন চট্টগ্রাম ব্যাটিং করছিল সেই সময় বল করার জন্য আসেন ক্যারিবিয়ান বোলার ক্রিসমাস সান্তোকি। সেই সময় বল করতে এসে একটা বল লেগ সাইটের অনেক বাইরে করেন ক্রিসমাস সান্তোকি। ধারাভাষ্যকাররা বলে উঠেন এত বড় ওয়াইট এটাতো টেস্ট ম্যাচ হলেও ওয়াইট হত। তার ঠিক দু’বল পরে একটা বড় নো বল করে বসে সান্তোকি। টিভিতে সেই নোবল দেখে অবাক হয়ে যায় সকলে কারণ বোলাররের পা স্ট্যাম্প থেকে এক নিটারের বেশি বাইরে ছিল। আর তার পর থেকেই স্যোসাল মিডিয়া জুড়ে চর্চা শুরু হয়।


Udayan Biswas

সম্পর্কিত খবর