হলো ২টি বিশ্বরেকর্ড! আফগানিস্তানকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশের ডানা ছাঁটছে ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার জন্য একে অপরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইংল্যান্ড (Bangladesh vs England)। সেই ম্যাচে বাংলাদেশের বোলিংকে নিয়ে কার্যত ছিনিমিনি খেললো ইংল্যান্ডের টপ অর্ডার। বাংলাদেশের বোলাররা যখন প্রত্যাবর্তন করলেন তখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। তবে ইংল্যান্ডকে ৪০০ রানের গন্ডী ছোঁয়া থেকে বেশ ভালোভাবেই আটকালেন সাকিব আল হাসানরা।

আজ টসে জিতে প্রথমে বোলিং করতে নেমে বাংলাদেশ বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ডের ওপেনিং জুটি জনি বেয়ারস্টো এবং ডেভিড মালানের দাপটে। ৫২ রানের ব্যক্তিগত স্কোরের জনিকে থামাতে পারলেও মালানকে আটকানোর উপায় খুঁজে পাইনি বাংলাদেশ। রুটকে সঙ্গে নিয়ে ১৫১ রানের একটি পার্টনারশিপ গড়েন মালান। নিজে ১০৭ বলে ১৬টি চার এবং পাঁচটি ছক্কা সহ করেন ১৪০ রান। এই ইনিংসটি তার কেরিয়ারের সেরা ইনিংস। চলতি বিশ্বকাপে এটি ষষ্ঠ শতরান। এটি ওডিআই ফরম্যাটে মালানের কেরিয়ারেরও ষষ্ঠ শতরান। ইএসপিএন-এর দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে কম ইনিংস খেলে (২৩) ওডিআই ফরম্যাটে ছয় সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইংল্যান্ড ওপেনার।

malan

এরপর একটি রেকর্ড করেন জো রুট। ইংল্যান্ড ক্রিকেটের হিসেবে ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডটি এখন তার নামের পাশে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন। এদিন বাংলাদেশের বিরুদ্ধে ৬৮ বলে আটটি চার ও একটি ছক্কা সহ খেললেন ৮২ রানের একটি ইনিংস। তবে টপ থ্রি ছাড়া ইংল্যান্ডের বাকি ব্যাটিং পুরোপুরি ব্যর্থ।

আরও পড়ুন: একদিনে দুইবার সচিনকে টপকে গেলেন কোহলি! ODI ফরম্যাটে গড়লেন বিরাট রেকর্ড

যে ভিত টপ অর্ডার গড়ে দিয়ে গিয়েছিল তার ওপর বিশাল বড় রানের ইমারত গড়তে পারলেন না ইংল্যান্ডের লোয়ার অডারের ব্যাটাররা। এর মূল কারণ হলো শেষ দিকে বাংলাদেশের বুদ্ধিদীপ্ত বোলিং। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহেদী হাসানরা অসাধারণ বোলিং করে ইংল্যান্ডের অনেকগুলি উইকেট তুলে নেয়।

আরও পড়ুন: চাপ বাড়লো দ্রাবিড়ের ভারতের! পাকিস্তান ম্যাচ নয়, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন শুভমান গিল?

তবে বাংলাদেশের একটি সমস্যা তাদের দুই ম্যাচই দেখা গেল। তাদের বিপক্ষের টপ অর্ডারের উইকেট তুলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। আফগানিস্তানের ক্ষেত্রে একটি উইকেট পাওয়ার পর বাকিরা অসহায় আত্মসমর্পণ করেছিল। ইংল্যান্ডের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় উইকেট পেতে তাদের অনেকটাই বেশি সময় লেগেছে। বাকি টুর্নামেন্টে এই বিষয়টা হয়তো ভাবাবে সাকিব আল হাসানকে। উল্টোদিকে রান তাড়া করতে নেমে ইংল্যান্ড পেসার রিস টোপলির দাপটে মাত্র দুই ওভারের মধ্যেই ১৪ রানে ২ উইকেট খুঁইয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশ অধিনায়ক সাকিবকেও ফিরিয়েছেন টোপলি। প্রতিবেদনটি লেখার সময় ১৫ ওভারে ৪ উইকেট খুঁইয়ে বাংলাদেশের স্কোর ৮১। আগ্রাসী হাফসেঞ্চুরি করে একা লড়ছেন লিটন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর