আউট হতেই শ্রীলঙ্কার বোলারের সঙ্গে ঝামেলায় জড়ালেন বাংলাদেশি ক্রিকেটার, ভিডিও ভাইরাল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টি২০ বিশ্বকাপে (T20 World Cup) রবিবার বড় দুটি ম্যাচ হচ্ছে। ভারত-পাকিস্তান মহাসংগ্রামের আগে শ্রীলঙ্কা (Sri Lanka) আর বাংলাদেশের (Bangladesh) খেলা চলছে। এশিয়ার চারটি টিম একই দিনে একে অপরের মুখোমুখি। আর এই নিয়ে ক্রিকেট ফ্যানদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচে এমন একটি ঘটনা ঘটে গেল, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস যখন আউত হন, তখন তিনি মাঠ ছাড়ার আগে শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে তর্কাতর্কি চলার সময় বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মহম্মদ নইম মাঝে চলে আসেন। উনি শ্রীলঙ্কার প্লেয়ারকে ধাক্কাও দেন। এরপর আম্পায়াররা এসে সবাইকে আলাদা করে।

 

View this post on Instagram

 

A post shared by ICC T20 World Cup (@t20worldcup)

শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারা রবিবারের এই ম্যাচে আক্রমণাত্বক ভূমিকায় ছিলেন। লিটন দাসের সঙ্গে হওয়া তর্কাতর্কির কিছু আগেই লাহিরু বল ধরে রাগের মাথায় ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে মেরেছিলেন। তবে সেই বল সরাসরি উইকেট কিপারের হাতে যায়।

আপনাদের জানিয়ে দিই, সুপার-১২ এর গ্রুপ ম্যাচে আজ শ্রীলঙ্কা আর বাংলাদেশ মুখোমুখি হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করে। ১৭২ রানের লক্ষ্য মাথায় নিয়ে ময়দানে নামা শ্রীলঙ্কা প্রথম ওভারেই এক উইকেট হারায়। বর্তমানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৫ ওভার ৪ বলে ১ উইকেট খুইয়ে ৫৩ রান করেছে।

X