বাংলাহান্ট ডেস্ক : চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে পড়েও বিভিন্ন ভাবে ভারত বিরোধিতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ (Bangladesh)। হাসিনা সরকারের পতন এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকেই পাকিস্তান এবং চিন প্রীতি বেড়ে গিয়েছে বাংলাদেশের। আর এবার আরেক ধাপ এগিয়ে হঠাৎ করে বাংলাদেশের (Bangladesh) প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে তুরস্কও। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে সাহায্য করে বয়কটের মুখে পড়ে এবার বাংলাদেশকে হাতিয়ার করে ভারতকে এঁটে উঠতে চাইছে তুরস্ক।
বাংলাদেশের (Bangladesh) নতুন মানচিত্র নিয়ে বিতর্ক
হঠাৎ করেই ঢাকায় গজিয়ে উঠেছে ‘সালতালাত-ই-বাংলা’, যা কিনা তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন। ঢাকায় মাথা তুলেই ‘গ্রেটার বাংলাদেশ’ (Bangladesh) এর বেয়াড়া আবদার জুড়ে বসেছে এই সংগঠন। কী এই গ্রেটার বাংলাদেশ? সংগঠনের প্রকাশ করা নতুন মানচিত্র দেখে কার্যত চক্ষুস্থির হওয়ারই জোগাড় সবার।
ঠিক কী ঘটেছে; নতুন মানচিত্রে বেমালুম ঢুকিয়ে দেওয়া হয়েছে মায়ানমারের আরাকান রাজ্য থেকে ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতকে। এই পুরোটাই নাকি ‘গ্রেটার বাংলাদেশ’এর অংশ বলে দাবি করা হচ্ছে। সবথেকে বিস্ময়কর ব্যাপার হল, এই মানচিত্র রীতিমতো ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং অন্যান্য জায়গাগুলিতে, যেখানে যুব সম্প্রদায়ের আনাগোনা বেশি।
আরো পড়ুন : মোদীর ভরসা ইউসুফ! তৃণমূল সাংসদকে আমন্ত্রণ নমোর, হঠাৎ হল কী?
অদ্ভূত দাবি বাংলাদেশের: এমনকি তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সমর্থকরাও এই মানচিত্রকে সমর্থন করছে বলে জানা গিয়েছে। অন্তত উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের (Bangladesh) অংশ করা হোক বলে দাবি জানিয়েছেন তারা। তাৎপর্যপূর্ণভাবে কিছুদিন আগেও ইউনূসের কথায় উঠে এসেছিল ‘সেভেন সিস্টার্স’ এর প্রসঙ্গ।
প্রসঙ্গত, ইউনূসের আমলে একাধিক বার বাংলাদেশের একাধিক রাজনৈতিক নেতা বাংলা দখলের ডাক দিয়েছেন। ক্রমাগত উসকানি এসেছে ভারত নিয়ে। এ দিকে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করার জন্য বাণিজ্য, পর্যটন, শিক্ষা সব ক্ষেত্রেই তুরস্ককে বাতিল করেছে ভারত। তাই এবার বাংলাদেশের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাইছে তুরস্ক।