বাংলাহান্ট ডেস্ক : স্বাধীনতার ইতিহাস ভুলে ভারতের সঙ্গে বিরোধিতা ক্রমে বাড়াচ্ছে বাংলাদেশ (Bangladesh)। ইতিমধ্যেই ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে ওপার বাংলায়। পালটা প্রতিবাদের সুর চড়া হচ্ছে এদিকেও। এমতাবস্থায় অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরো মজবুত করতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। কিছু দেশের সঙ্গে আমদানি ব্যবস্থা পাকা করার পাশাপাশি রপ্তানির দিকেও নজর দিচ্ছে ইউনূস প্রশাসন। আর এই সূত্রেই এবার মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ পরিষেবা চালু হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশের (Bangladesh) সঙ্গে সরাসরি জাহাজ পরিষেবা মালদ্বীপের
বিশ্ব পর্যটনের ক্ষেত্রে মালদ্বীপ বেশ গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র। প্রায় সারা বছর জুড়েই এখানেই বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। দেশটিতে অনেক বাংলাদেশিও (Bangladesh) রয়েছেন কর্মসূত্রে। মালদ্বীপের সঙ্গে অন্যান্য দেশের সরাসরি বাণিজ্যিক যোগাযোগ থাকলেও নৌপথে বাংলাদেশের পক্ষে পণ্য সরবরাহ করার কোনো সুযোগ এতদিন ছিল না। তবে এবার ঢাকার সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে মালে পর্যন্ত। এমনটাই জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশি (Bangladesh) হাই কমিশনার।
দুই দেশের বাণিজ্য মজবুত হবে: দ্বীপরাষ্ট্র হওয়ায় প্রয়োজনীয় সমস্ত সামগ্রীই অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় মালদ্বীপে। এমতাবস্থায় বাংলাদেশের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্যিক যোগাযোগ শুরু হলে দুই দেশের ব্যবসায়ীরাই লাভবান হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ (Bangladesh) থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রফতানি বাড়বে। এতে অর্থনীতিতেও জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : বন্ধ থাকবে বার, বাজি-ফানুসেও আপত্তি! বর্ষবরণের “ফুর্তিতে” কড়া নিষেধাজ্ঞা ইউনূস সরকারের
কী বললেন বাংলাদেশের হাই কমিশনার: মালদ্বীপে বাংলাদেশের (Bangladesh) ভারপ্রাপ্ত হাই কমিশনার মোঃ সোহেল পারভেজ বলেন, দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ পরিষেবা চালু হলে বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত হবে। দুই দেশের বাণিজ্যেই জোয়ার আসবে বলে আশাবাদী তিনি।
আরো পড়ুন : “দিল্লির কাছে আত্মসমর্পণ নয়”, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আগরতলা পর্যন্ত লংমার্চ শুরু রিজভির
তিনি আরো বলেন, বাংলাদেশ (Bangladesh) এবং মালদ্বীপের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক রয়েছে তা খুবই কম। তবে দুই দেশের তরফেই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে জাহাজ চলাচল শুরু করা হলে দুই দেশের মধ্যেই বাণিজ্যিক যোগাযোগ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।