বাংলাহান্ট ডেস্কঃ ভারতের একদম পাশেই রয়েছে প্রতিবেশি দেশ বাংলাদেশ (Bangladesh)। বিভিন্ন সময়ে দেখা গেছে এই বাংলাদেশ থেকে অবৈধভাবে বর্ডার পার করে অনেকেই ভারতে চলে আসেন। আবার অনেক সময় তারা সেই চোরাপথেই ফেরত যায় নিজের দেশে। প্রতিদিনই সংবাদপত্রের পাতায় এই ধরনের খবর প্রায়শই প্রকাশিত হয়। এদিন তাঁর ব্যতিক্রম হল না।
বর্ডার এলাকায় ঘোরাফেরা করে এক তরুণী
বুধবার বিকেল ৫ টা নাগাদ বসিরহাট মহকুমার স্বরূপনগর (Swarupnagar) থানার ভারত-বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের কাছে এক বাংলাদেশি তরুণীকে (Bangladeshi girl) অযাচিতভাবে ঘোরাফেরা করতে দেখেন বিএসএফ জওয়ানরা। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, ওই তরুণীর নাম আয়না বিবি, বয়স আনুমানিক ২৫, বাংলাদেশের খুলনা জেলার তেরোখাদা গ্রামের বাসিন্দা তিনি।
সামনে আসে সিভিক ভলেন্টিয়ারের কান্ড
নথিপত্র ছাড়াই অবৈধভাবে ভারতের বর্ডার এলাকায় ঘুরে বেড়াতে দেখে সীমান্ত রক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়ন গ্রেফতার করে আয়না বিবি। গ্রেপ্তার হতেই মুখ খোলে আয়না বিবি। তাঁর অভিযোগ বিজয় কুমার সাহা নামে এক সিভিক ভলেন্টিয়ার তাঁকে অবৈধভাবে সীমানা পার করে বাংলাদেশের পৌঁছিয়ে দেওয়ার জন্য তাঁর থেকে ৫ হাজার টাকা নিয়েছে। কিন্তু কথা না রেখে এদিন বিকেলে সিভিক ভলান্টিয়ার তাঁকে হাকিমপুর চেকপোস্টের সামনে ছেড়ে দেয়।
গ্রেপ্তার দুজন
বাংলাদেশি তরুণীর অভিযোগের ভিত্তিতে ডেকে পাঠানো হয় সিভিক ভলেন্টিয়ার বিজয় কুমার সাহাকে। বিএসএফের জেরার সামনে সিভিক ভলেন্টিয়ার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেয়। এই ঘটনায় অভিযক্ত দুজনকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। ঘটনার বিচারে বৃহস্পতিবার দুজনকেই বসিরহাট মহকুমা আদালতে নেওয়া হবে।