অর্ধেক মার্চ বন্ধ থাকবে ব্যাঙ্ক! কাজ থাকলে করে ফেলুন আগেই, বিপদ এড়াতে দেখুন RBI-র তালিকা

বাংলাহান্ট ডেস্ক : সারাটা মাস কাজের পর ছুটি পেতে কার না ভালো লাগে? সরকারি চাকরি হলে কোন উৎসব বা পার্বণ উপলক্ষে তাও মাঝেমধ্যে ছুটি পাওয়া যায়। আর বেসরকারি চা সংস্থায় চাকরি করলে ছুটি তো দূর! বাড়িতেও থাকে কাজের চাপ। যারা ব্যাঙ্কে চাকরি করেন তাদের জন্য রয়েছে সুখবর। মার্চ মাসে বেশ কয়েকদিন ছুটি পাবেন তারা।

গ্রাহকদের অবশ্য মাথায় হাত। ব্যাংকে দরকারি কোন কাজ থাকলে আগেভাগেই সেরে নিন। তবে তার আগে দেখে নিন মার্চে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক। সেই তালিকা এবার প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। এর মধ্যে রয়েছে শনি ও রবিবার। গ্রাহকদের সুবিধার কথা ভেবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছুটির দিনগুলি জানিয়ে দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরোও পড়ুন : মার্চেই আসছে নয়া নিয়ম! বড়সড় বদল হবে রেশন কার্ডে, দেখুন কী প্রভাব পড়বে আমজনতার উপর

১ লা পয়লা মার্চ, শুক্রবার –  মিজোরামের চাপচার কুট উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩ মার্চ, রবিবার – সপ্তাহান্তে ব্যাঙ্ক হলিডে।

৮ মার্চ, শুক্রবার – মহাশিবরাত্রি উপলক্ষে ত্রিপুরা, মিজোরাম, তামিলনাড়ু, সিকিম, আসাম, মণিপুর, ইটানগর, রাজস্থান, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, গোয়া, বিহার এবং মেঘালয় ছাড়া দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ মার্চ, শনিবার – মাসের দ্বিতীয় শনিবার হিসেবে বন্ধ থাকবে ব্যাংক।

১০ মার্চ, রবিবার – সপ্তাহান্তে ব্যাঙ্ক হলিডে।

আরোও পড়ুন : পাহাড়প্রেমীদের জন্য সুখবর! মাত্র ২০০ টাকাতেই হবে এবার দার্জিলিং ভ্রমণ, আকর্ষণীয় উদ্যোগ NBSTC’র

১৭ই মার্চ, রবিবার – সপ্তাহান্তে ব্যাংক ছুটি।

২২ মার্চ, শুক্রবার – বিহার দিবস। এই উপলক্ষে বিহারে ব্যাঙ্ক ছুটি থাকবে।

২৩ মার্চ, শনিবার – মাসের চতুর্থ শনিবার হিসেবে ব্যাংক ছুটি।

২৪ মার্চ, রবিবার – সপ্তাহান্তে ব্যাংক হলিডে।

২৫ মার্চ, সোমবার – হোলি উপলক্ষে দেশজুড়ে ব্যাংক বন্ধ।

24bank

২৬ মার্চ, মঙ্গলবার – ইয়াওসাং দ্বিতীয় দিন/হোলি উপলক্ষে ওড়িশা, মণিপুর এবং বিহারে ছুটি থাকবে ব্যাঙ্কে।

২৭ মার্চ, বুধবার –  বিহারে হোলি উদযাপনের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ রাখা হবে।

২৯ মার্চ, শুক্রবার – গুড ফ্রাইডে উপলক্ষে ত্রিপুরা, আসাম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ছাড়া সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১শে মার্চ, রবিবার –  সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, মার্চে মোট ১৪ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। যদিও রাজ্য ভেদে এই ছুটিতে রয়েছে তারতম্য। তবে সব জায়গাতেই দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মার্চ মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই এই তারিখগুলি দেখে যাবেন। আর সেই মতো প্রয়োজনীয় কাজও হয় সেরে নিতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর