মাসের শেষে ৫০ হাজার টার্ন ওভার! সামান্য পুঁজির ব্যবসা করেই কেল্লাফতে! দিশা দেখাচ্ছেন এই মহিলা

বাংলাহান্ট ডেস্ক : স্বপ্ন অনেকেরই থাকে। তবে সেই স্বপ্ন পূরণ করার জন্য তাগিদ থাকে না সবার। এই গৃহবধূ ব্যাংক থেকে মাত্র ১০ লক্ষ টাকা লোন নিয়ে শুরু করেছিলেন ব্যবসা (Business)। সেই ব্যবসাই আজ গৃহবধূকে দিয়েছে প্রতিষ্ঠা। ইতিমধ্যেই শোধ করে ফেলেছেন লোনের টাকা। বর্তমানে প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা টার্ন ওভার বাঁকুড়ার এই গৃহবধূর ব্যবসার।

ব্যবসা (Business) শুরু করেই বাজিমাত

পাশাপাশি এই গৃহবধূর অধীনে কাজ করেন একাধিক মহিলা। শুধু নিজের জীবন নয়, ব্যবসার (Business) মাধ্যমে এই গৃহবধূ সাবলম্বী হতে শিখিয়েছেন আরো অসংখ্য মহিলাকে। চৈতালি বিশ্বাস বাঁকুড়া (Bankura) শহরের স্কুলডাঙ্গার বাসিন্দা। তিনি জানিয়েছেন, খুব সহজেই এই ব্যবসা শুরু করা যায়। ব্যবসার পাশাপাশি চৈতালি দেবী ছোট ছোট ব্যাচ করে প্রশিক্ষণ দিচ্ছেন আরো মহিলাদের।

   

আরোও পড়ুন : টাকা যেন হাতের ময়লা! বছরে কত কোটি কর দেন শাহরুখ? কেনা যাবে ১৫০-টিরও বেশি বাড়ি

চৈতালি মন্ডল বছর চারেক আগে ১০ লক্ষ টাকার লোন নিয়ে শুরু করেন বিউটি পার্লারের (Beauty Parlour) ব্যবসা। নিজের পরিশ্রম ও অধ্যাবস্যার জোরে গত চার বছরে অনেকটাই পাল্টেছে চৈতালি দেবীর বিউটি পার্লারের ব্যবসার ছবি। চৈতালি দেবীর এই বিউটি পার্লারে কাজ করেন আরো একাধিক মহিলা।

আরোও পড়ুন : ‘পলিটিক্যালি..,’ রাজ্যের আচরণে ক্ষুব্ধ! ভরা এজলাসে বসেই বিরাট কথা বলে দিলেন প্রধান বিচারপতি

পাশাপাশি চৈতালি দেবী মেকআপ ও অন্যান্য বিউটি সম্বন্ধীয় প্রশিক্ষণও দিয়ে থাকেন মহিলাদের। এই ব্যবসা (Business) শুরু করা যায় কীভাবে? চৈতালি দেবীর কথায়, নির্দিষ্ট গতানুগতিক নিয়ম নেই এই ব্যবসা শুরু করার। তবে বিউটি পার্লার খোলার আগে জানতে হবে বিউটি পার্লারের কাজ। তাই অবশ্যই দরকার প্রশিক্ষণ।

Business

খুব কম টাকায় বিউটি পার্লারের সরঞ্জাম কিনে নিজের বাড়িতেই শুরু করা যায় এই ব্যবসা। শুধু নিজের স্বপ্ন সার্থক করা নয়, চৈতালি দেবী তার ব্যবসার মাধ্যমে দেখাচ্ছেন স্বনির্ভরতার পথ। এছাড়াও সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত তিনি। চৈতালি মন্ডল বলেন, “কেউ যদি আমার কাছে শিখতে চাইছে বা আমার গাইডেন্স চাইছে। তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুক। আমি তাদের গাইড করে দেব।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর