বাংলাহান্ট ডেস্ক : বাঁকুড়া (Bankura) জেলার ছাতনা ব্লকের কৃষিভিত্তিক সামাজিক সংগঠন ‘দলপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম’ সম্প্রতি রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে উঠে এসেছে খবরের শিরোনামে। আশ্রমের সম্পাদক স্বামী মাধবানন্দ সরস্বতী এই সম্মান গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে।
রাষ্ট্রপতি সম্মানের জন্য যখন আবেদন করা হয় তখন ৬০টি দেশি জাতের ধান উৎপাদন হত এই আশ্রমে। বর্তমানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বর্তমানে এই আশ্রমে উৎপাদন করা হয় প্রায় ১২০ টি জাতের ধান। এই আশ্রমে উৎপাদিত একটি ধানের জাত ইতিমধ্যেই পেয়ে গেছে জি আই তকমা। জি আই তকমা পেয়েছে আশ্রমের লাল বাদশাহভোগ ধান।
আরোও পড়ুন : মুকেশের মতোই বেতন না নেওয়ার সিদ্ধান্ত আকাশ, অনন্ত ও ঈশার! পাবেন শুধু এই পারিশ্রমিকটুকু
একাধিক এই সম্মানগুলি বাঁকুড়ার মুকুটে যোগ করেছে নতুন পালক। একটু সুগন্ধি ধানের চাল হল বাদশা ভোগ। লাল বাদশাভোগ, রাধুনীপাগল, গোবিন্দভোগ, দুর্গাভোগ ইত্যাদি চালগুলি বেশ বিখ্যাত সুগন্ধি ধানের চাল হিসেবে। লাল বাদশা ভোগ ধান সংগঠনের অধীনে জিআই স্বীকৃতি পেয়েছিল ২০২১ সালে বাংলার ‘সুগন্ধি ধান প্রকল্পের’ তত্ত্বাবধানে।
এই নিবন্ধিকরণ থাকলে একাধিক সুবিধা পাওয়া যায়। এছাড়াও লাল বাদশা ভোগ ধানের চাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্যের জন্যও। তবে এই সংগঠনটি সবার প্রিয় গোবিন্দভোগ চালের জিআই তকমার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে। জিআই ট্যাগের জন্য যা যা নিয়ম রয়েছে তা ইতিমধ্যে পালন করতে শুরু করেছে এই সংস্থা। হয়ত খুব শীঘ্রই বাঁকুড়ার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক।