বাংলাহান্ট ডেস্কঃ শুধু বাংলা নয়, এবার হিন্দিতেও (hindi) গঙ্গাসাগর (gangasagar mela) মেলা নিয়ে প্রচারের উদ্যোগ নিল রাজ্য সরকার। বর্তমান সময় তিনদিনের সফরে সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সরকারি বিজ্ঞপ্তি, তথ্য, মেলা সম্পর্কিত নির্দেশিকা ইত্যাদি এবার বাংলার পাশাপাশি করা হবে ইংরাজিতেও। আর সোমবার বিকেল থেকেই সেই কাজ শুরু করে প্রশাসন।
অন্যান্য বছর মেলায় কিছু বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি ইংরেজিতে থাকলেও, হাওড়া, শিয়ালদা স্টেশন, বাবুঘাটের অস্থায়ী আস্থানা এবং নামখানা স্টেশন থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন পর্যন্ত সর্বত্রই বাংলার পাশাপাশি ইংরেজিতেও পোস্টার দেখা গিয়েছে। বাংলায় এক কোটির ওপরে হিন্দিভাষী মানুষের বাস। ধারণা করা হচ্ছে, সেই কথা মাথায় রেখেই ছট পুজোর পর এবার গঙ্গাসাগর মেলা নিয়েও এই পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।
মিনি কুম্ভ মেলা বলে মনে করা হচ্ছে গঙ্গাসাগর মেলাকে। উত্তর ও মধ্য ভারতের হিন্দিভাষী রাজ্য ছাড়াও গুজরাত এবং মহারাষ্ট্র থেকে প্রচুর মানুষ এখানে আসেন প্রতিবছর। তাই তাঁদের বোঝার সুবিধার্থেই ধারণা করা হচ্ছে বাংলার পাশাপাশি ইংরেজিতেও পোস্টার দেওয়া হয়েছে।
তবে এদিন গঙ্গাসাগর সফরে গিয়ে মঙ্গলবার কপিলমুনির আশ্রমে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই এক ভবিষ্যৎবাণী করলেন আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে তিনি বলেন, ‘মমতাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না। প্রধানমন্ত্রী হিসাবে তাকেই দেখতে চাই আমরা’।
এই গঙ্গাসাগর সফরে গিয়ে প্রথমে কপিলমুনির আশ্রমে পুজো দেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘে গিয়ে পুজো দিয়ে, সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। আমফান, বুলবুল, যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রভাবিত হওয়া এলাকার বিষয়ে কিছু বক্তব্যও রাখেন তিনি। সেইসঙ্গে পুরনো ক্ষত সরিয়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর কথাও বলেন মুখ্যমন্ত্রী।