বাংলা হান্ট ডেস্কঃ দেবীপক্ষের সূচনা ঘিরে আনন্দের রেশ মহানগরীতে। দিকে দিকে উপচে পড়া ভিড়। রাস্তায় মানুষের সমাগম আর এর মাঝে এদিন সকাল হতেই বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার বাসন্তী (Basanti) থানা সংলগ্ন এলাকায়।
এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানা সংলগ্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনা শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল হতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা সংলগ্ন কাঁঠাল বেরিয়া গ্রাম পঞ্চায়েতে নিকট কবর স্থান এলাকায় একটি পরিত্যক্ত ড্রাম দেখতে পায় এলাকাবাসীরা। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় বোমা। এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এলাকার মানুষজন। পুজোয় সকালে আচমকা কে বা কারা বোমা রেখে গিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, পরিতক্ত ড্রামটি উদ্ধার হওয়ার পরে খবর দেওয়া হয় স্থানীয় থানার পুলিশকে। পরবর্তীতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ এবং বোম্ব স্কোয়াড বাহিনী। পরবর্তীতে ওই সকল বোমা নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানান, “এলাকার বুক থেকে একটি পরিত্যক্ত ড্রাম উদ্ধার করা হয়েছে, যেখানে আট থেকে দশটি বোমা ছিল। এই বোমা গুলি কে রেখেছে কিংবা এই ঘটনার পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।