বাংলাহান্ট ডেস্ক :আবারো অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। গত বছরে একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। কিডনির সমস্যার পাশাপাশি ধরা পড়েছিল পেটের ক্যানসার। হার্টে বসেছিল পেসমেকার। দীর্ঘদিন হাসপাতালে কাটানোর পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বাসন্তী দেবী (Basanti Chatterjee)। শুরু করেছিলেন কাজও। কিন্তু নতুন বছরের শুরুতেই ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।
ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)
বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। পাঁজরের হাড় ভেঙেছে তাঁর। পরপর আঘাতে ভেঙে পড়েছেন প্রবীণ অভিনেত্রী। দ্য ওয়ালকে সাক্ষাৎকারে তিনি জানান, এত ব্যথা যে নড়তে পারছেন না। পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। অভিনেত্রী বলেন, “ডাক্তাররা কীসব জল বের করেছে। পরিচারিকা মেয়েটা দেখছে। কিন্তু আমি যে আর পারছি না। সমানে ঠাকুরকে বলছি, ব্যথাটা কমিয়ে দাও”।
পাশে রয়েছেন ভাস্বর: স্টার জলসার ‘গীতা LLB’ সিরিয়ালে অভিনয় করছিলেন বাসন্তী দেবী (Basanti Chatterjee)। কিন্তু অসুস্থতার জেরে কাজও বন্ধ আপাতত। ফলে বন্ধ আয়। পরিবার পরিজন কেও পাশে পাননি বর্ষীয়ান অভিনেত্রী। বহুদিন ধরেই পাশে নেই তাঁরা। এমতাবস্থায় বাসন্তী চট্টোপাধ্যায়ের (Basanti Chatterjee) পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। আপন ছেলের মতোই অভিনেত্রীর পাশে রয়েছেন তিনি।
আরো পড়ুন: TRP ধরতে গল্প বদল, দর্শক টানতে বিরাট মোড় আসছে জলসার সিরিয়ালে
অভিনেত্রীর জন্য অর্থসাহায্যের আবেদন: বাসন্তী দেবীর (Basanti Chatterjee) অসুস্থতা সম্পর্কে বলতে গিয়ে ভাস্বর জানিয়েছেন, তাঁর থাইয়ের কাছে বেডসোর মতো হয়েছে। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী খুবই সাহায্য করছেন। কিন্তু বাসন্তী চট্টোপাধ্যায়ের (Basanti Chatterjee) ওষুধ খরচ প্রচুর। উপরন্তু কাজে যেতে না পারায় উপার্জনও বন্ধ রয়েছে তাঁর। কেউ অর্থসাহায্য করতে এগিয়ে এলে উপকার হয় বর্ষীয়ান অভিনেত্রীর।
আরো পড়ুন: দেশ ছেড়ে পালানোর আগে শেষ ফোন কাকে করেছিলেন হাসিনা? প্রকাশ্যে কল রেকর্ড, শুরু হইচই
বাসন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতেও সাফায্য প্রার্থনা করেছেন ভাস্বর। তিনি লিখেছেন, ‘আবার অসুস্থ,কাজ করতে পারছেন না।তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে।নিদারুন কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তী দা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে অনুরোধ করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়’। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেও সাহায্যের আবেদন জানিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, মাসে প্রায় ২০ হাজার টাকা খরচ হয় বাসন্তী দেবীর ওষুধের পেছনে। সঙ্গে ৪৫০০ টাকার ইঞ্জেকশনও দরকার হয় তাঁর।