‘ধর্ষণের অভিযোগ সাজানো!’, সন্দেশখালি কাণ্ডে তোলপাড় করা দাবি রেখার, BJP প্রার্থী বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার সকাল থেকেই রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছে একটি ভিডিও। সন্দেশখালি (Sandeshkhali) ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে সেখানে। যদিও তাঁর দাবি, সেই ভিডিওটি বিকৃত করা হয়েছে। বাংলা হান্টের তরফ থেকেও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এবার এই নিয়ে মুখ খুললেন সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ তথা বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)।

গতকাল ভাইরাল হওয়া এই ভিডিওয় রেখার নামও শোনা গিয়েছে। সেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, মহিলার শিখিয়ে-পড়িয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। কী করতে হবে সেটাও তাঁদের বলে দেওয়া হয়েছিল। এর বদলে ২০০০ টাকা করে দেওয়া হয়েছে।

প্রথমে রেখাকে দিয়ে অভিযোগ করানো হয়। এরপর তাঁকে দেখে সাহস পান বাকি মহিলারা। এক এক করে তাঁরা গিয়েই অভিযোগ করেন। ভিডিওটিতে দাবি করা হয়েছে, ধর্ষণের অভিযোগ সাজিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করানো হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ রেখা। বললেন, এসব তৃণমূল কংগ্রেসের চাল।

আরও পড়ুনঃ ‘হাই কোর্টে কাজ করেছি, বিয়েও করেছি, ও কিসুই পারেনি, একটা…’! দীপ্সিতাকে আক্রমণ কল্যাণের

ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও নিয়ে ইমেল মারফৎ সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর (Gangadhar Kayal)। জানা যাচ্ছে, অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের। এবার রেখাও দাবি করলেন, গঙ্গাধরের নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে বসিরহাটের পদ্ম প্রার্থী বলেন, ‘এসব তৃণমূল কংগ্রেসের চাল। গঙ্গাধর কয়ালের নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওনাকে ভয় দেখিয়ে এসব বলানো হয়েছে। কারণ উনি একজন সংগঠনের লোক। উনি কখনও এই ধরণের কথা বলতে পারেন না’।

Basirhat BJP candidate Rekha Patra

অন্যদিকে চক্রান্তের দাবি করেছেন গঙ্গাধরও। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তাঁর মুখ এবং কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের কাছে নিজের অভিযোগ জানিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে গঙ্গাধর তদন্তের দাবি জানিয়েছেন বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর