ফর্মে ফিরলেন ঈশান কিশান, ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থানকে উড়িয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল মুম্বাই

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের দ্বিতীয় পর্ব এখনও পর্যন্ত সেভাবে ভালো যাচ্ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। তবে আজ কার্যত রাজস্থানের বিরুদ্ধে মুম্বাইচিত কামব্যাক করল রোহিত ব্রিগেড। মাত্র ৮.২ ওভারে প্রত্যাশিত জয় তুলে নিয়ে রাজস্থানকে ঘূর্ণিঝড়ে উড়িয়ে দিল তারা। শারজাতে মঙ্গলবার প্রথম ব্যাটিং করেছিল রাজস্থানই। কিন্তু শুরু থেকেই মুম্বাইয়ের বোলিং ঝড়ের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা।

মাত্র ১২ রানের মাথাতেই জয়সোয়ালকে ফিরিয়ে দেন কুন্টারনাইল। ওপেনার ইভেন লুইসকে কিছুটা আক্রমণাত্মক মনে হচ্ছিল বটে কিন্তু পাওয়ার প্লে শেষ হবার আগেই তাকেও ফিরিয়ে দেন বুমরাহ। এরপর কার্যত আসা-যাওয়ার খেলা শুরু হয়ে যায় রাজস্থান ব্যাটিং লাইনআপের। সঞ্জু স্যামসন, ফিলিপস কিম্বা শিবম দুবে আজ উইকেটে সকলেই ছিলেন ক্ষণিকের অতিথি। রাহুল তেওয়াটিয়া এবং ডেভিড মিলার কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু রাজস্থানকে সম্মানজনক করে পৌঁছে দেবার আগেই আউট হয়ে ফিরে যান তারাও। ফলত ৯ উইকেট হারিয়ে ৯০ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।

মুম্বাইয়ের হয়ে মাত্র ১৪ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন কুন্টার নাইল। জিমি নিশাম মাত্র ১৩ রান দিয়ে তিনটি এবং মাত্র ১৪ রান দিয়ে দুটি উইকেট পান বুমরাহ। জবাবে ব্যাট করতে নেমে ২২ রানের মাথায় রোহিত এবং ১৩ রানে সূর্য কুমার যাদবকে হারালেও আজ ব্যাট হাতে ফের একবার নিজেকে প্রমাণ করলেন ঈশান কিশান। এই মরশুমে কার্যত রানের খরা চলছিল ঈশানের। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে আজ ফের একবার রানে ফেরার সংকেত দিয়ে গেলেন তিনি। যা ভারতের জন্য অবশ্যই আশার খবর।

মাত্র ২৫ বলে পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে আজ নিজের ৫০ রানের ইনিংস সাজিয়েছিলেন ঈশান কিশান। কার্যত এই ইনিংসের মাধ্যমে সমালোচকদের ভালো জবাব দিলেন তিনি। তার মারমুখী ব্যাটিংয়ের দৌলতে ১১.৪ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই। ৮ উইকেটে তুলে নেওয়া এই জয়ের ফলে আপাতত লিগ টেবিলে পঞ্চম স্থানে রইল তারা। যদিও প্লে-অফে যাওয়ার লড়াই এখনও যথেষ্ট কঠিন তাদের জন্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর