ভোট পরবর্তী হিংসার মামলায় জয় ছিনিয়ে আনা প্রিয়াঙ্কাই কি মমতার প্রতিদ্বন্দ্বী? ঘোষণা আজ

বাংলা হান্ট ডেস্কঃ ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখার জন্য ওনাকে যে এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করে জয়ী হয়ে আসতে হবে, তা সকলেরই জানা। আর ওনার নাম ঘোষণা হওয়ার পর বুধবার থেকে তিনি প্রচারেও নেমে পড়েছেন। পাশাপাশি ওই কেন্দ্রে সিপিএমও তাঁদের প্রার্থী ঘোষণা করেছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে প্রতিহত করার জন্য কংগ্রেস প্রার্থী দেবে না বলে জানিয়েছে। তাঁরা এও জানিয়েছে যে, ওই কেন্দ্রে তাঁরা বিজেপির বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারও করবে।

সবদলই যখন নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তখন বিজেপি এখনও তাঁদের প্রার্থীর নাম ঘোষণাই করতে পারেনি। শোনা যাচ্ছে যে, আজই প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। আর ওই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে আসছে বিজেপির নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম।

উল্লেখ্য, ২০১৪ থেকেই বিজেপিতে যোগ দেন প্রিয়াঙ্কা। ওনাকে যুব মোর্চার গুরুদায়িত্বও দেওয়া হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি থেকে গেরুয়া শিবিরের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বিপুল ভোটে হারতে হয় তাঁকে। তৃণমূলের প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে ৫৮ হাজার ভোটে পরাজিত হন প্রিয়াঙ্কা।

ভোট মিটে যাওয়ার পর আরও একটি গুরু দায়িত্ব পান তিনি। সেটা হল বাংলায় ভোট পরবর্তী হিংসার মামলায় নির্যাতিত এবং স্বজনহারাদের বিচার পাইয়ে দিতে সিবিআই তদন্তের ওকালতি করা। ওনার অনেক প্রয়াসের ফলে বাংলায় ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। এরপর প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম আরও জনপ্রিয় হয়ে যায়।

এখন সেই আইনজীবী তথা নেত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বব্যানার্জীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে দেখোতে চাইছে বিজেপির একাংশ। যদিও, রাজ্য বিজেপি এখনও এই বিষয়ে মুখ খোলেনি। তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে এটুকু স্পষ্ট হয়েছে যে, আজই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। এখন দেখার বিষয় এটাই যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী কে হচ্ছেন, প্রিয়াঙ্কা না অন্য কেউ?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর