লিয়ঁ-কে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ, প্রতিপক্ষ পিএসজি

বাংলাহান্ট ডেস্কঃ অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে 8-0 গোলে হারানোর পর ফের বড় জয় পেল থমাস মুলাররা। সেমিফাইনালে লিয়ঁ-কে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। ফাইনালে বায়ার্নকে মুখোমুখি হতে হবে পিএসজির।

গতকাল লিসবনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ এবং লিয়ঁ। ম্যাচ শুরু হওয়ার 18 মিনিটের মাথায় গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন সেরজে ন্যাবরি। 33 মিনিটের মাথায় ফের গোল করে বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান সেই ন্যাবরি। জার্মান জাতীয় দলের এই ফুটবলার বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা পালন করেছিলেন। আর চ্যাম্পিয়ন্স লিগেও নিজের জাত চেনাচ্ছেন 25 বছর বয়সী এই জার্মান ফুটবলার।

000 1PB54T

ম্যাচের 88 মিনিটের মাথায় রবার্ট লেওনডস্কি লিয়ঁর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এইদিন বায়ার্ন মিউনিখের খেলা মন জয় করে নেয় ফুটবল বিশেষজ্ঞদেরও। বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞ দাবি করেছেন যে, শেষ কয়েক বছরে এত ধারাবাহিক ফুটবল কোন দল খেলতে পারেননি। অনেক দলই স্থানীয় লীগ এবং চ্যাম্পিয়ন লিগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। কিন্তু এই কাজটি খুব সুন্দরভাবে করে চলেছে বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। ফাইনালে বায়ার্নকে মুখোমুখি হতে হবে নেইমার, এমবাপেদের পিএসজি-র।

Udayan Biswas

সম্পর্কিত খবর