“IPL-এ কিছুই শেখার নেই”, থেমে গেল মুস্তাফিজুরের সফর, অদ্ভুত “অজুহাত” BCB-র

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনিই ছিলেন ধোনির দলের সর্বাধিক উইকেট শিকারি। ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল চেন্নাই। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবারের IPL-এ তিনি ছিলেন একমাত্র বাংলাদেশের ক্রিকেটার। যদিও, মাঝপথেই থামল মুস্তাফিজুরের IPL সফর।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুস্তাফিজুরকে আর IPL খেলতে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। ইতিমধ্যেই, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, দলের এই তারকা পেসার আচমকাই বাদ পড়ায় বিরাট ধাক্কা পেলেন রুতুরাজ গায়কোয়াড়রা। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে কেন মুস্তাফিজুরকে IPL খেলতে দেওয়া হল না? সামনে এসেছে সেই উত্তরও। জানা গিয়েছে যে, জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজ খেলবে বাংলাদেশ।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ মে থেকে ১২ মে পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজ চলবে ওই দুই দেশের মধ্যে। যদিও, ওই সিরিজ খেলার পরেও মুস্তাফিজুরকে আর ভারতে IPL খেলার জন্য পাঠানো হবে না। কারণ IPL-এর ঠিক পরেই সম্পন্ন হবে T20 বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় যে, তাদের ক্রিকেটাররা পুরোপুরি ফিট এবং ক্লান্তিমুক্ত থাকুন। তাই, আগামী ১ মে, চেন্নাইয়ের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার পর বাংলাদেশের বিমান ধরবেন মুস্তাফিজুর।

BCB came up with strange "excuses" for not allowing Mustafizur to play in IPL.

পাশাপাশি, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন যে, “দেখুন, আমরা ১ তারিখ পর্যন্ত মুস্তাফিজুরকে ভারতে খেলতে দিয়েছি। তবে, ২ তারিখে ও চলে আসবে। ৩ তারিখে থেকে ও ফাঁকাই থাকবে। তবে, ওকে দেশে ফেরানোর কারণ কিন্তু শুধু জিম্বাবোয়ে সিরিজে খেলানোর জন্য না। বরং, ওয়ার্কলোড ও ভবিষ্যতের পরিকল্পনাও রয়েছে।”

আরও পড়ুন: T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা হবে না রিঙ্কুর? পরিবর্তে আসবেন এই খেলোয়াড়, শুরু জল্পনা

পাশাপাশি তিনি আরও জানান, প্রত্যেক খেলোয়াড়ের কাছে জাতীয় দল সবার আগে গুরুত্ব পাবে। এমতাবস্থায়, জালাল বলেন, “আপনারা জানেন ২০২১ সালে দু’জন খেলোয়াড় (মুস্তাফিজুর এবং সাকিব আল হাসান) IPL খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তবে, ওদের ক্লান্তি গ্রাস করে নিয়েছিল। আমরা আর এরকম পরিস্থিতি চাই না! ওকে পুরোপুরি ফিট চাই।” এদিকে, অনেকেই মনে করছেন যে, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলানোর চেয়ে IPL খেললে মুস্তাফিজুরের জন্য হয়তো ভালো হতো।

আরও পড়ুন: আমেরিকাও ভারতের পিছনে! এই ক্ষেত্রে বিশ্বে প্রথম দু’টি স্থান দখল করল স্বদেশী কোম্পানিগুলি

এই প্রশ্নের উত্তরে জালাল স্পষ্ট জানিয়েছেন যে, “মুস্তাফিজুরের এখন IPL খেলে আর কিচ্ছু শেখার নেই। ওর শেখার প্রক্রিয়া শেষ হয়েছে। বরং এখন ওর থেকেই IPL-এর বহু খেলোয়াড় শিখতে পারবে। ও IPL খেললে বাংলাদেশের কোনও লাভ হবে না। কিন্তু, ওকে পেয়ে বাকিরা উপকৃত হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর