কেবল রাহুল দ্রাবিড় নয়, এই দুই দিগ্গজ খেলোয়াড়কেও কোচ হওয়ার অফার দিয়েছিল BCCI

বাংলা হান্ট ডেস্কঃ টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই নতুন কোচ পেতে চলেছে ভারতীয় দল। একথা এখন মোটামুটি সকলেই জানেন যে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা একরকম পাকা করে ফেলেছে বিসিসিআই। যদিও প্রথম প্রথম রাহুল এই পদের জন্য সেভাবে রাজি ছিলেন না। এমনকি একবার এনসিএ প্রধান পদের জন্য আবারও আবেদন করেছিলেন তিনি। যার ফলে অনেকেই মনে করেছিলেন হয়তোবা দৌড় থেকে নিজেই নাম তুলে নিলেন রাহুল।

এমন খবরও সামনে এসেছিল যে বিসিসিআই হয়তো বিদেশি কোচের দিকেও তাকাতে পারে। সেক্ষেত্রে টম মুভির নামও ভেসে আসছিল, তবে আপাতত এসব জল্পনা অতীত। কারণ ফের একবার ক্রিকেটের দ্য ওয়ালকে এই কাজের জন্য রাজি করিয়েছেন তার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এক সময় তার কথাতেই ফের একবার হাতে কিপিং গ্লাভস তুলে নিয়েছিলেন রাহুল, এবারও তিনিই রাজি করালেন সতীর্থ মিস্টার ডিপেন্ডেবলকে।

IMG 20210919 105923

তবে সংবাদমাধ্যমের সামনে আসা খবর অনুযায়ী, রাহুল প্রথমে সেভাবে রাজি না হওয়ায় দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছিল বিসিসিআই। তাদের একজন হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন সফল অধিনায়ক রিকি পন্টিং এবং অন্যজন হলেন শ্রীলঙ্কার মহেলা জয়াবর্ধনে। দুজনই বর্তমানে আইপিএলে কোচিং পর্বের সঙ্গে যুক্ত। একদিকে যেমন মহেলা যুক্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তেমনি অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজ করছেন রিকি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী তারা কেউই রাজি হননি।

Ricky Ponting 2 720x480 1

ফলে ফের একবার পুরনো সতীর্থের কাছেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সৌরভ এবং জয় শাহের কথাতেই পরবর্তী ক্ষেত্রে রাজি হন দ্রাবিড়। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নিউজিল্যান্ড সিরিজ থেকেই কোচের দায়িত্ব কাঁধে তুলে নেবেন রাহুল। তবে তার সাপোর্ট স্টাফ কারা হবেন তা এখনও জানা যায়নি। যদিও সূত্রের খবর ব্যাটিং কোচ হতে চলেছেন বিক্রম রাঠোরই। তবে বোলিং কোচ হতে পারেন পারস মহাম্ব্রে, যিনি রাহুল দ্রাবিড়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ফিল্ডিং কোচ থাকছেন আর শ্রীধর যদি কোনও পরিবর্তন করতে হয় তা করবেন দ্রাবিড়ই। জানা গেছে আগামী ২০২৩ বিশ্বকাপ অবধি আপাতত দলের দায়িত্বে আসছেন তিনি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ক্ষেত্রে আরও বাড়ানো হতে পারে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর