বাংলা হান্ট ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া। তাঁর গানের কোটি কোটি অনুরাগী এখনও এই দুঃসংবাদ বিশ্বাস করতে পারছেন না। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময়ে জুবিনের মৃত্যু হয়। সিঙ্গাপুর পুলিশ জুবিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে জুবিনের পারফর্ম করার কথা ছিল। এদিকে, জুবিনের মৃত্যুর পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বড় পদক্ষেপ গ্রহণ করছেন BCCI। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক আগে জুবিন গর্গের প্রতি ৪০ মিনিটের শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের কার্যক্রম ঘোষণা করা হয়েছে।
জুবিন গর্গের (Zubeen Garg) প্রতি শ্রদ্ধা জানাতে বড় ঘোষণা BCCI-র:
জুবিন গর্গকে শ্রদ্ধা জানাবে BCCI: ইতিমধ্যেই BCCI সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এই প্রসঙ্গে ঘোষণা করেছেন। মূলত, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হবে। সাইকিয়া জানান যে, জুবিনের (Zubeen Garg) মৃত্যুর পর আসামে যে গভীর শোক বিরাজ করছে তার পরিপ্রেক্ষিতে, এই অনুষ্ঠানটি বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হবে।
এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে জুবিনের (Zubeen Garg) আকাশছোঁয়া খ্যাতি এবং বছরের পর বছর তাঁর কঠোর সংগ্রামের মাধ্যমে তিনি যেভাবে নিজের গানের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার প্রতি সম্মান জানানো হবে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি ক্রিকেট মহলের তরফে আয়োজিত যেকোনও ভারতীয় সঙ্গীতশিল্পীর উদ্দেশ্যে দেওয়া সবচেয়ে বড় সম্মান হিসেবেও বিবেচিত হবে।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন অপারেশন সিঁদুরকে ব্যাঙ্গ? পাক খেলোয়াড় হ্যারিস রউফকে যোগ্য জবাব ভারতীয় অনুরাগীদের
দেবজিৎ সাইকিয়া PTI-কে জানান, “জুবিনের (Zubeen Garg) মৃত্যুর পর আসামে গভীর শোক ও দুঃখের পরিবেশ বিরাজ করছে। সেই কথা মাথায় রেখে এবং শ্রদ্ধার যোগ্য ব্যক্তি হিসেবে, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ও BCCI উদ্বোধনী অনুষ্ঠানে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করবে। এটা হবে জুবিনের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং সম্মান। জুবিনের স্মরণে হবে ৪০ মিনিটের একটি অনুষ্ঠান। যেটি ক্রিকেট জগৎ থেকে তাঁর উদ্দেশ্যে সবথেকে বড় শ্রদ্ধাঞ্জলি।”
আরও পড়ুন: ভারতের ওপরেই ভরসা! iPhone 17 লঞ্চের পরে বড় পদক্ষেপ নিল Apple
প্রথম ম্যাচটি আগামী ৩০ সেপ্টেম্বর সম্পন্ন হবে: জানিয়ে রাখি যে, ২০২৫ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা দ্বারা আয়োজিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, এই টুর্নামেন্টটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পন্ন হবে। আর ওই ম্যাচের আগেই জুবিন গর্গের (Zubeen Garg) উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হবে।