বাংলা হান্ট নিউজ ডেস্ক: যা প্রত্যাশা করা হচ্ছিল সেটাই অবশেষে সেটাই সত্যি হলো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সাংবাদিক বোরিয়া মজুমদারকে ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে ভয় দেখানোর অপরাধে দোষী সাব্যস্ত করেছে। এই দোষের শাস্তিস্বরূপ তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিসিসিআই। একটি সাক্ষাৎকারের দিতে প্রত্যাখ্যান করায় বোরিয়া ঋদ্ধিমানকে বেশ কিছু হুমকি ছুঁড়ে দিয়েছিলেন বলে অভিযোগ। বিসিসিআই এই মামলার তদন্তের জন্য একটি ৩ সদস্যের কমিটি গঠন করেছিল।
বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা কিছুদিন আগে বলেছিলেন, “আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্ত রাজ্য ইউনিটকে বোরিয়া মজুমদারকে স্টেডিয়ামের ভিতরে প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য অবহিত করব। তাকে হোম ম্যাচের জন্য মিডিয়া স্বীকৃতি দেওয়া হবে না এবং আমরা তাকে কালো তালিকাভুক্ত করার জন্য আইসিসিকেও চিঠি লিখব। খেলোয়াড়দের তার সাথে জড়িত না হওয়ার জন্য বলা হবে।” সেই দাবিগুলো অবশেষে কার্যকর করা হলো।
BCCI imposes two-year ban on journalist Boria Majumdar over Wriddhiman Saha issue, due to this ban, Boria won’t get media accreditation for any game in India, he won’t be getting any interview from any registered player in India and won’t be allowed in any facility. pic.twitter.com/LHjNevKzxX
— Faizan Lakhani (@faizanlakhani) May 4, 2022
ঋদ্ধিমান দু মাস আগে টুইট করে বলেছিলেন “ভারতীয় ক্রিকেটে আমার সমস্ত অবদানের পরেও… একজন তথাকথিত ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে আমি এটির মুখোমুখি হয়েছি! সাংবাদিকতা আজ কোথায় পৌঁছে গেছে।” তিনি সেই বার্তালাপের স্ক্রিনশটও শেয়ার করেছিলেন যেখানে বোরিয়া মজুমদার তাকে বলেন “আপনি ফোন করেননি। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমানকে সদয়ভাবে নিই না। এবং আমি এটি মনে রাখব।”
ইতিমধ্যে মজুমদার অভিযোগের জবাব দিয়েছিলেন, বলেছেন যে সাহা বেছে বেছে চ্যাটের কিছু অংশ টুইট প্রকাশ করছেন যা সত্যকে ভুল প্রমাণ করেন। তিনি আরও অভিযোগ করেছেন যে তিনি এই ক্রিকেটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও এখনও অবধি তিনি কোনও ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি।