কবে থেকে শুরু হচ্ছে IPL 2022, দিনক্ষণ ঘোষণা করল BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ শুরু হতে চলেছে ২৬শে মার্চ থেকে৷ বিসিসিআই স্টার নেটওয়ার্ককে ব্রডকাস্টার হিসাবে ঘোষণা করে দিয়েছে। বৃহস্পতিবার, ২৪শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে  এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে আসন্ন আইপিএল শুধুমাত্র মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

মুম্বাইতে ৫৫ টি এবং পুনেতে ১৫ টি ম্যাচের জন্য চারটি স্টেডিয়াম চিহ্নিত করা হয়েছে। ওয়াংখেড়েতে ২০ টি, ব্রেবোর্ন স্টেডিয়ামে ১৫ টি, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০ টি এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

   

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল খবরটি নিশ্চিত করেছেন এবং প্রকাশ করেছেন এবং তারা চেষ্টা করছেন যে স্টেডিয়ামগুলিতে ২৫ বা ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া যায়। টুর্নামেন্টটি ২৯ শে মে রবিবার শেষ হতে চলেছে।

প্লে-অফের ম্যাচগুলির ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি তবে আহমেদাবাদে সেগুলি রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে যখন এটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, প্যাটেল বলেছিলেন, “আমরা প্লে-অফ সম্পর্কে পরে সিদ্ধান্ত নেব। পুরো ক্রীড়াসুচিও শ্রীঘ্রই প্রকাশ করা হবে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর