বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলল। এমতাবস্থায়, ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট এখন জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই পাল্টে যাচ্ছে পয়েন্ট টেবিলের হিসেব। শুধু তাই নয়, IPL-এর মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন একাধিক তরুণ খেলোয়াড়। এমতাবস্থায়, গতকালকের ম্যাচই এখন হিরো বানিয়ে দিয়েছে এক নবীন খেলোয়াড়কে।
মূলত, মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব সুপার কিংসের ম্যাচে প্রত্যেকের নজর কেড়েছেন ওই খেলোয়াড়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL এমনই একটি টুর্নামেন্ট যেখানে তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার একটি দারুণ প্ল্যাটফর্ম পান। শুধু তাই নয়, তাঁদের পারফরম্যান্সের দিকে নজর থাকে জাতীয় দলের নির্বাচকদেরও। পাশাপাশি, বহু অনামী এবং তথাকথিত কম দামী খেলোয়াড়েরাও IPL-এর মঞ্চে রাতারাতি হয়ে গিয়েছেন নায়ক। যাঁদের মধ্যে রিঙ্কু সিং থেকে শুরু করে রিয়ান পরাগের মতো খেলোয়াড়রাও রয়েছেন।
আমরা যদি গত বছরের IPL-এর দিকে ফিরে তাকাই সেক্ষেত্রে রিঙ্কুর দুর্দান্ত পারফরম্যান্সের বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হয়। পাশাপাশি এই বছর ঝড় তুলছেন রিয়ান পরাগও। ইতিমধ্যেই কমলা টুপির লড়াইয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরাট কোহলিকেও। তবে, এবার এই দু’জনকেও টক্কর দেওয়ার মতো খেলোয়াড় এবার পাওয়া গেল। আর তিনি হলেন পাঞ্জাবের তরুণ তুর্কি আশুতোষ শর্মা। মুম্বাইয়ের বিরুদ্ধে তাঁর অনবদ্য বিস্ফোরক ইনিংস মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয়, অনেকেই মনে করছেন যে, ভারত এবার তার নতুন ফিনিশার পেয়ে গেল। এমতাবস্থায়, T20 বিশ্বকাপেও তাঁর সুযোগ পাওয়া উচিত বলেও দাবি জানাচ্ছেন অনেকে।
আরও পড়ুন: চাঁদের সম্পত্তি দখলের প্ল্যান, মহাকাশে সেনা মোতায়েন করল চিন! চরম হুঁশিয়ারি NASA-র
দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়েছেন আশুতোষ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের IPL-এর ৩৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। ওই ম্যাচে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই করে ১৯২ রান। এমতাবস্থায়, ১৯৩ রানের লক্ষ্যমাত্র নিয়ে ব্যাটে নামে পাঞ্জাব। সেখানেই মাত্র ২৮ বলে রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন আশুতোষ। ওই ইনিংসে তিনি মোট ২ টি ৪ এবং ৭ টি ৬ হাঁকিয়েছেন।
আরও পড়ুন: লাগবেনা রিচার্জ! নেটওয়ার্ক ছাড়াই হবে চ্যাটিং, WhatsApp-কে টক্কর দিতে আসছে RCS
তবে, শেষপর্যন্ত ম্যাচটি জিততে পারেনি পাঞ্জাব। মাত্র ৯ রানের জন্য ওই ম্যাচটি হেরে যায় তারা। তবে, ম্যাচ হেরে গেলেও আশুতোষ তাঁর ইনিংসের জন্য সর্বত্র প্রশংসা পেয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ম্যাচের শেষে বিপক্ষ দলের হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে জাসপ্রিত বুমরাহ আশুতোষের অনবদ্য ইনিংসের পরিপ্রেক্ষিতে প্রশংসাও করেন। এদিকে, চলতি বছরের T20 বিশ্বকাপে IPL-এর পারফরমেন্সের ওপর ভর করে নির্বাচকরা দল সাজানোর পথে হাঁটার কারণে আশুতোষ যে নির্বাচকদের নজরে থাকবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায়, ক্রিকেটপ্রেমীরা মনে করেছেন যে আশুতোষ হয়তো খুব শীঘ্রই ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামতে পারেন।