বাংলা হান্ট ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। অন্যদিকে আইপিএল-র (Indian Premier League) উন্মাদনাও তুঙ্গে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি IPL 2024 নিয়ে জল্পনার শেষ নেই। ভক্তরাও তারিয়ে তারিয়ে উপভোগ করছে ক্রিকেটপ্রেমীরা। এসবের মাঝেই খারাপ খবর KKR ভক্তদের জন্য। ইডেনের ম্যাচ ঘিরে শুরু হয়েছে অনিশ্চিয়তা।
চলতি সিজনের শুরুর থেকেই চমক দেখাচ্ছে কেকেআর (Kolkata Knight Riders)। একটার পর একটা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপর দিকে জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) ফাটিয়ে খেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষে স্থান করে নিয়েছে দলটি। এমন আবহে আগামী ১৭ এপ্রিল KKR বনাম RR এর ম্যাচের দিকে নজর সকলের। চলতি সিজনের দুই সেরা টিম যখন সামনাসামনি হবে তখন দর্শকদের উত্তেজনা যে বাড়বে সেকথা বলাই বাহুল্য।
তবে এই ম্যাচ নিয়েই শুরু হয়েছে অনিশ্চিয়তা। কারণ ইডেনের ওই ম্যাচে কলকাতা পুলিশ (Kolkata Police) সাফ জানিয়েছে তারা নিরাপত্তা দিতে পারবে না। সূত্রের খবর, ঐদিন রাম নবমী উপলক্ষে শহরে বিশৃঙ্খলার আশঙ্কা করছে কলকাতা পুলিশ। ঐদিন গোটা দেশেই রাম নবমীর মিছিল বার হয়। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। আর ভোটের মুখে এই মিছিল ঘিরে রকম হিংসার ঘটনা ঠেকাতে শহরে বাড়তি নিরাপত্তা দিতে হবে কলকাতা পুলিশকে।
আরও পড়ুন : সঞ্জু বা রাহুল নন, T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলবেন এই উইকেটকিপার! হল নাম ঘোষণা
এমন পরিস্থিতিতে IPL ম্যাচের জন্য বাড়তি পুলিশ বাহিনীর জোগান দেওয়া সমস্যার বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ কর্মকর্তাদের পরামর্শ, ঐ ম্যাচটি অন্যদিন রাখা হোক। দিন বদলে ১-২ দিন পরে করলেও নিরাপত্তা দেওয়া সম্ভব বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিলের ম্যাচগুলি অদলবদল করার কথা ভাবছে BCCI।
আরও পড়ুন : আলিপুরদুয়ারে গিয়ে মমতা বললেন, ‘ঝুঁকি নিয়েই এসেছি!’ মুখ্যমন্ত্রীর এই ‘রিস্ক’ নেওয়ার কারণ কী?
উল্লেখ্য, ১৬ এপ্রিল গুজরাত এবং দিল্লির ম্যাচ রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই ম্যাচ একদিন পিছিয়ে ১৭ তারিখ করা হতে পারে। অন্যদিকে ১৭ এপ্রিল কেকেআর এবং আরআর-র ম্যাচ ১৬ তারিখ করা হতে পারে। ম্যাচ ইডেনেই অনুষ্ঠিত হবে বলে ধারণা। হাতে পর্যাপ্ত সময় থাকায় এইটুকু শিডিউল অদলবদল করা খুব একটা সমস্যার হবেনা বলেই জানাচ্ছে BCCI।