এশিয়া কাপের আগে কোহলিকে জিম্বাবোয়ে সফরে পাঠাতে পারে BCCI, চলছে জল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মনে করা হচ্ছিলো যে একেবারে এশিয়া কাপের সময় ভারতীয় দলে মাঠে ফিরবেন তিনি। কিন্তু এখন বিসিসিআইয়ের অন্দরমহল থেকে খবর আসছে যে ভারতের জিম্বাবোয়ে সফরে তাকে দলে ডাকা হতে পারে। এশিয়া কাপ ২০২২-এর আগে কোহলি যাতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে ফর্ম ফিরে পায় সেইজন্যই এমন উদ্যোগ নিতে চাইলে বিসিসিআই।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় দলের নির্বাচন কমিটির এক কর্তা জানিয়েছেন, “বিশ্রাম নিয়ে কোহলি মানসিকভাবে তরতাজা হয়ে উঠবেন। কিন্তু এতদিন ক্রিকেট থেকে দূরে থেকে তার পক্ষে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামাটা সহজ হবে না। তাই আমরা চাইছি জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে তারপর ফিরে আসুন তিনি।

kohli duck 1720x1000

যদিও বিরাট কোহলি ছাড়া আর কোনও সিনিয়র ক্রিকেটারের ওই সফরে খেলার সম্ভাবনা নেই। কারণ এশিয়া কাপ ও জিম্বাবোয়ে সফরের মধ্যে ব্যবধান খুব কম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও তারা বিশ্রামে থাকছেন। বিরাট কোহলি সঙ্গী হিসেবে নিজের একসময়ের দিল্লির সতীর্থ শিখর ধাওয়ানকে পেতে পারেন যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজে অধিনায়কত্ব করবেন।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে বিরাট কোহলি একেবারেই ভালো ফর্মে ছিলেন না। সব ফরম্যাটে মোট ৬ ইনিংস মিলিয়ে তিনি ৭৬ রান করেছিলেন। টেস্ট র‍্যাঙ্কিংয়ে আর প্রথম দশে নেই তিনি। ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে প্রথম তিন ব্যাটারের তালিকা থেকে ছিটকে গিয়েছেন তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর