বিশ্বের সবথেকে বড়ো স্টেডিয়াম প্রসঙ্গে বড়ো মন্তব্য করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

বাংলাহান্ট ডেস্কঃ উদ্ভোধনের অপেক্ষায় রয়েছে বিশ্বের সবথেক বড়ো ‘স্টেডিয়াম সর্দার প্যাটেল স্টেডিয়াম’ (‘Stadium Sardar Patel Stadium’)। এই স্টেডিয়ামের উদ্ভোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প (Donald Trump)। আগামী ২৪ সে ফেব্রুয়ারী আমেদাবাদের (Ahmedabad) মোতেরায় নির্মিত এই স্টেডিয়ামের শুভ উদ্ভোধন হবে। সমগ্র আমেদাবাদ জুড়ে চলছে তারই প্রস্তুতি।

stediam

এই স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ১১০০০০ দর্শক আসন গ্রহণ করতে পারবে। এটি এর আগের পরিস্থিতির তুলনায় প্রায় দ্বিগুণ করা হয়েছে। ইতিমধ্যেই এই স্টেডিয়াম নিয়ে বিভিন্ন মহলে শোরগল পড়ে গেছে। এই স্টেডিয়ামের প্রকাশিত হওয়া ছবিগুলো বিশেষত খেলোয়াড় এবং ক্রিকেট প্রেমী মানুষদের মনে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এই স্টেডিয়াম প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ( Sourav Ganguly) তাঁর ভালোলাগার কথা ব্যক্ত করেছেন। এক ট্যুইটে তিনি বলেন, খুবই সুন্দর এবং অসাধারন হয়েছে এই স্টেডিয়ামের নতুন রূপ। আমেদাবাদের এই স্টেডিয়ামে একজন খেলোয়াড় এবং ক্যাপ্টেন হিসাবে খেলার অভিজ্ঞতা আছে আমার। ইডেনের থেকেও প্রচুর বড়ো এই স্টেডিয়াম। ২৪ তারিখের অপেক্ষায় আছি’।

মঙ্গলবার বিসিসিআই-র (BCCI) তরফে ‘বার্ড আই ভিউ’ (bird’s eye view) থেকে এই স্টেডিয়ামের ছবি প্রকাশ করা হয়েছে। যা এই সর্ববৃহত স্টেডিয়ামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই স্টেডিয়ামের বিষয়ে জানা যায় ১৯৮২ সালে গুজরাট রাজ্য সরকারের পক্ষ থেকে এটির জন্য 50 একর জমি অনুদান দেওয়া হয়েছিল। এর এক বছর পরে ১৯৮৩ সালে এই মাঠটিতে আন্তর্জাতিকস্তরে ক্রিকেট খেলা শুরু হয়।

এখনও অবধি এই মাঠে একটি টি-টোয়েন্টি খেলা হয়। তাছাড়াও ১২ টি টেস্ট ম্যাচ এবং ২৪ টি ওয়ানডে খেলা হয়। সর্বশেষে ২০১৪ সালের নভেম্বরে ভারত (India) এবং শ্রীলঙ্কার (Sri Lanka) মধ্যেকার ফাইনাল খেলাটিও এখানে হয়েছিল। তারপর থেকে মাঠটিকে পুনর্গঠনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

Smita Hari

সম্পর্কিত খবর